Basabdatta Chatterjee: সন্তানের প্রথম ছবি শেয়ার অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের, দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সদ্যোজাতের হাতে চুমু এঁকে দিচ্ছেন নতুন মা বাসবদত্তা। (Basabdatta Chatterjee)
advertisement
1/8

শুক্রবার সকাল সকাল টলিউডে খুশির খবরটি ছড়িয়ে পড়েছিল। মা হয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। ওই দিন বাসবদত্তার স্বামী অনির্বাণ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার কথা শেয়ার করেন। (Basabdatta Chatterjee)
advertisement
2/8
রবিবার প্রথম নিজের মেয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন বাসবদত্তা। সদ্যোজাতের হাতে চুমু এঁকে দিচ্ছেন নতুন মা বাসবদত্তা। ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/8
শুক্রবার হাসপাতালের বেডে বসা সদ্য মা বাসবদত্তার সঙ্গে একটি সেলফি শেয়ার করেন স্বামী অনির্বাণ। নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। সেখানেই জানিয়েছেন, কন্যাসন্তান জন্মের কথা।
advertisement
4/8
ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'হ্যালো পৃথিবী! একগুচ্ছ ভালোবাসার সঙ্গে সাক্ষাৎ, মেয়ে হয়েছে'। সঙ্গে এঁকে দিয়েছেন শিশু ও দুটি লাল হৃদয়ের ইমোজি।
advertisement
5/8
বাসবদত্তা ও অনির্বাণের জীবনের এমন খুশির খবর জেনে তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। মেয়ের বাবা-মা হয়ে দারুণ উচ্ছ্বসিত অনির্বাণ ও বাসবদত্তাও।
advertisement
6/8
ঋতুপর্ণ সেনগুপ্তর ধারাবাহিক 'গানের ওপারে' মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ। তারপর 'বয়েই গেল' ধারাবাহিকে মুখ্য চরিত্রে। এছাড়াও একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে বাসবদত্তাকে।
advertisement
7/8
এ বছরে মার্দাস ডে-র প্রাককালেই ৬ মে ছিল বাসসবদত্তার জন্মদিন সেই দিনই জানা যায় যে মা হতে চলেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।
advertisement
8/8
২০১৮ সালে সাংবাদিক অর্নিবাণ বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। এক বন্ধুর মারফত আলাপ দু'জনের। এরপর ভালোলাগা। তারপর প্রেম গড়ায় বিয়েতে। বিয়ের চার বছর পূর্তির পর সুখবর এল বাসবদত্তা-অনির্বাণের জীবনে।