Barkha Bisht Indraneil Sengupta Relationship: 'প্রতারণাটাই বেছে নিয়েছিল...'! ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক দাবি বরখার, হতবাক অনুরাগীরা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Barkha Bisht Indraneil Sengupta Relationship: ১৫ বছরের দাম্পত্যে ইতি টেনে চার বছর হল আলাদা রয়েছেন দুই অভিনেতা বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত। এবার ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বরখার।
advertisement
1/10

বরখা বিস্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্তের সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা খবর সামনে এসেছে। ১৫ বছরের দাম্পত্যে ইতি টেনে বিয়ে থেকে সরে চার বছর হল আলাদা রয়েছেন দুই অভিনেতা।
advertisement
2/10
সম্প্রতি খবরের শিরোনামে বরখা বিস্ত। কারণ, তিনি বিস্ফোরক দাবি করেছেন, তাঁদের বিয়ে ভাঙার কারণ, প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্ত তাঁকে ঠকিয়েছেন।
advertisement
3/10
তাঁর কথায়, "বিবাহিত জীবন থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল ইন্দ্রনীল। প্রতারণাটাই বেছে নিয়েছিল। যদি আমার হাতে সবকিছু থাকত, এরকম দিন আসতে দিতাম না।"
advertisement
4/10
বরখার এই মন্তব্য কতটা প্রভাব ফেলেছে ইন্দ্রনীলের জীবনে? একটি সংবাদমাধ্যমে ইন্দ্রনীল মন্তব্য করেছেন, বরখার এমন দাবি খুবই দুঃখজনক ও অন্তোষের।
advertisement
5/10
কারণ ইন্দ্রনীল সেনগুপ্তের দাবি, তাঁদের ব্যক্তিগত জীবনে কী কী হয়েছে তা শুধু তাঁরা দু'জনই জানেন।
advertisement
6/10
দীর্ঘ সময় পর বরখা বাংলা ছবিতে অভিনয় করেছেন দেবের খাদানে। কিছুদিন আগে পাটায়ায় এক পুরুষের সঙ্গে একপ্রেমে দেখা গিয়েছিল নায়িকাকে।
advertisement
7/10
অনেকেই ভেবেছিলেন, ইন্দ্রনীলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে নতুন কারও সঙ্গে প্রেম করছেন তিনি।
advertisement
8/10
আদৌ কি তাই? নাকি ছাইচাপা আগুনের মতো এখনও তাঁর মনে রয়ে গিয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত?
advertisement
9/10
সম্প্রতি সম্পর্কের সমীকরণ নিয়ে এক বাংলা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন বরখা বিস্ত। সেখানেই অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিয়েটা বাঁচানোর চেষ্টা করলেও ইন্দ্রনীল ডিভোর্স চেয়েছিলেন।
advertisement
10/10
এবার ইন্দ্রনীল সেনগুপ্ত তাঁকে ঠকিয়েছেন বলে বিস্ফোরক দাবি করলেন বরখা। তাঁদের বিবাহ-বিচ্ছেদের মামলা এখন আদালতে বিচারাধীন।