Fact Check: ঘর থেকে বাংলাদেশি নায়িকা পরীমণির ঝুলন্ত দে*হ উদ্ধার? এ কোন সত্যি সামনে এল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Fact Check: ফেসবুকে লাইভ আসেন পরীমণি। জানান, তিনি জীবিত। বহাল তবিয়তে জীবনকে উপভোগ করছেন। কিন্তু কেন এ কথা আলাদা করে জনসমক্ষে বলতে হল নায়িকাকে? বিস্তারিত জেনে নিন।
advertisement
1/5

বাংলাদেশের নায়িকা পরীমণি। তাঁর জীবনে যেমন সাফল্য রয়েছে, তেমনই রয়েছে বিতর্ক। ব্যক্তিগত জীবনে যেন ওঠাপড়ার কোনও শেষ নেই। আরও একবার শিরোনামে তিনি। কারণ যদিও খুবই উদ্ভট।
advertisement
2/5
সোমবার ফেসবুকে লাইভ আসেন পরীমণি। জানান, তিনি জীবিত। বহাল তবিয়তে জীবনকে উপভোগ করছেন। কিন্তু কেন এ কথা আলাদা করে জনসমক্ষে বলতে হল নায়িকাকে?
advertisement
3/5
পরীমণি জানান, তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছেন নেটমাধ্যমে। শুধু তা-ই নয়। নায়িকার দাবি, তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার নিয়েও নাকি চর্চার বিস্তর।
advertisement
4/5
নিজেকে নিয়ে এ হেন ভুয়ো খবরে বেজায় চটেছেন পরীমণি। লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বলেন, কোনও একটা সমস্যা থেকে মানুষের নজর সরানোর জন্যই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। নায়িকা মনে করেন, এসবই সাম্প্রতিক কালে ওপার বাংলার নায়িকা নুসরত ফারিয়ার গ্রেফতারির বিষয়টিকে চর্চা থেকে দূরে রাখার প্রচেষ্টা।
advertisement
5/5
পরীমণি স্পষ্টই জানান, নিজেকে শেষ করে দেওয়ার মতো চরম পদক্ষেপ তিনি কখনওই করবেন না। তেমন কিছু করার কোনও কারণও তাঁর জীবনে নেই। দুই সন্তান এবং কাজ নিয়ে নিজের শর্তে বাঁচছেন তিনি।