Jaya Ahsan Beauty Secret : ৪০-এও তারুণ্যের জোয়ার! পান্তা খেয়েও এত ফিট? জয়ার বয়স ধরে রাখার রহস্য জানেন? রইল বিউটি সিক্রেট
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jaya Ahsan Beauty Secret : বিদেশি খাবার, মেক্সিকান, জাপানিজ, কোরিয়ানের পাশাপাশি পান্তা ভাত, কোনও কিছুই তিনি ছাড়েন না। খাদ্যরসিক এই নায়িকা তার পরেও নিজের তারুণ্য বজায় রেখেছেন।
advertisement
1/8

বাংলাদেশের নায়িকা প্রমাণ করে দিয়েছেন বয়স তো কেবল সংখ্যা। ৪০ বছরে পা দিয়েও জয়া আহসানের তারুণ্যে চকিত কত শত মানুষ। দুই বাংলার মানুষের একটাই প্রশ্ন, বয়সকে বয়ে যেতে দেন না কীভাবে?
advertisement
2/8
নেপথ্যে নায়িকার যোগ-প্রেম। কাজের চাপের মাঝেও দু’দণ্ড বিশ্রাম পেলেই জয়া শরীরচর্চা করেন। শরীরে মেদ বাড়তে দেন না তিনি।
advertisement
3/8
যোগাসনের প্রতি জয়ার প্রেমের কথা সকলেই জানেন। সোশ্যাল মিডিয়ায় যোগের ভিডিও পোস্ট করতে দেখা যায় মাঝেমধ্যেই। কেবল শরীরের আকার আকৃতি নয়, মনের খেয়ালও রাখে এই যোগ।
advertisement
4/8
দৌড়নো এবং পিলাটিস, এই দুই শরীরচর্চা তাঁর রোজের রুটিনে থাকেই। তবে খাওয়াদাওয়ার ব্যাপারে কৃচ্ছসাধন তাঁর পছন্দ নয়। ভাত, বিরিয়ানি, চিনি দিয়ে দুধ চা, সবই খান তিনি।
advertisement
5/8
বিদেশি খাবার, মেক্সিকান, জাপানিজ, কোরিয়ানের পাশাপাশি পান্তা ভাত, কোনও কিছুই তিনি ছাড়েন না। খাদ্যরসিক এই নায়িকা তার পরেও নিজের তারুণ্য বজায় রেখেছেন।
advertisement
6/8
শরীরচর্চা এবং যোগাভ্যাসই তাঁর সিক্রেট। তা ছাড়া অতিরিক্ত মেকআপ করে ত্বকের অকৃত্রিম জেল্লা নষ্ট করতে চান না জয়া। শ্যুটিং ছাড়া সবসময়ে মেকআপ করতে পছন্দ করেন না তিনি।
advertisement
7/8
তবে ফিটনেস ফ্রিক তকমা তাঁর জন্য উপযুক্ত নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি খুব একটা ডায়েট মানি না, কারণ আমি খেতে খুব ভালোবাসি। বিরিয়ানি থেকে শুরু করে সবকিছু খাই। মন যদি চায় কিছু খেতে আমি তাই খাই। মনকে আমি যথেষ্ট প্রাধান্য দিই।’
advertisement
8/8
এর থেকেই বোঝা যায়, যোগ এবং মনের যত্ন, এই দুইয়েই তিনি চিরসবুজ। নিজেকে কঠোর নিয়মে বেঁধে রেখে তারুণ্য ধরে রাখায় তিনি বিশ্বাসী নন। বাকিদের থেকে একটু অন্যরকম, ছকভাঙা বিউটি সিক্রেট জয়ার।