TRENDING:

Ahmed Rubel Passes Away: মাত্র ৫৫-তেই সব শেষ! ছবি মুক্তির দু'দিন আগে প্রয়াত অভিনেতা, শোকবিহ্বল চঞ্চল

Last Updated:
Ahmed Rubel Passes Away
advertisement
1/5
মাত্র ৫৫-তেই সব শেষ! ছবি মুক্তির দু'দিন আগে প্রয়াত অভিনেতা, শোকবিহ্বল চঞ্চল
প্রয়াত বাংলাদেশের বিখ্যাত অভিনেতা আহমেদ রুবেল। মাত্র ৫৫-তেই পথচলা থামল গুণী এই শিল্পীর।
advertisement
2/5
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার একটি ছবির বিশেষ স্ক্রিনিংয়ে যাওয়ার কথা ছিল রুবেলের। কিন্তু আচমকাই নাকি হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা।
advertisement
3/5
ছবিতে হাতেখড়ির আগে দীর্ঘদিন মঞ্চে অভিনয় করেছেন রুবেল। এছাড়াও টেলিভিশনে স্বপ্নযাত্রা, প্রেত-র মতো একাধিক কাজে মন জয় করেছেন দর্শকের।
advertisement
4/5
বড় পর্দাতেও ছিল তাঁর অবাধ বিচরণ। অভিনয় করেছেন 'লাল মোরগের ঝুঁটি', 'চিরঞ্জীব মুজিব'-এর মতো ছবিতে। তাঁর শেষ ছবি 'পেঁয়ারার সুবাস' মুক্তি পাওয়ার কথা ছিল ৯ ফেব্রুয়ারি। তার আগেই চলে গেলেন অভিনেতা।
advertisement
5/5
সহকর্মীর অকাল প্রয়াণে শোকাহত ওপার বাংলার বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রয়াত অভিনেতার একটি ছবি নেটমাধ্যমে শেয়ার করে চঞ্চল লেখেন, 'বিশ্বাসই করতে পারছি না যে,অভিনেতা আহমেদ রুবেল ভাই আর নেই….'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ahmed Rubel Passes Away: মাত্র ৫৫-তেই সব শেষ! ছবি মুক্তির দু'দিন আগে প্রয়াত অভিনেতা, শোকবিহ্বল চঞ্চল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল