Ahmed Rubel Passes Away: মাত্র ৫৫-তেই সব শেষ! ছবি মুক্তির দু'দিন আগে প্রয়াত অভিনেতা, শোকবিহ্বল চঞ্চল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ahmed Rubel Passes Away
advertisement
1/5

প্রয়াত বাংলাদেশের বিখ্যাত অভিনেতা আহমেদ রুবেল। মাত্র ৫৫-তেই পথচলা থামল গুণী এই শিল্পীর।
advertisement
2/5
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার একটি ছবির বিশেষ স্ক্রিনিংয়ে যাওয়ার কথা ছিল রুবেলের। কিন্তু আচমকাই নাকি হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা।
advertisement
3/5
ছবিতে হাতেখড়ির আগে দীর্ঘদিন মঞ্চে অভিনয় করেছেন রুবেল। এছাড়াও টেলিভিশনে স্বপ্নযাত্রা, প্রেত-র মতো একাধিক কাজে মন জয় করেছেন দর্শকের।
advertisement
4/5
বড় পর্দাতেও ছিল তাঁর অবাধ বিচরণ। অভিনয় করেছেন 'লাল মোরগের ঝুঁটি', 'চিরঞ্জীব মুজিব'-এর মতো ছবিতে। তাঁর শেষ ছবি 'পেঁয়ারার সুবাস' মুক্তি পাওয়ার কথা ছিল ৯ ফেব্রুয়ারি। তার আগেই চলে গেলেন অভিনেতা।
advertisement
5/5
সহকর্মীর অকাল প্রয়াণে শোকাহত ওপার বাংলার বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রয়াত অভিনেতার একটি ছবি নেটমাধ্যমে শেয়ার করে চঞ্চল লেখেন, 'বিশ্বাসই করতে পারছি না যে,অভিনেতা আহমেদ রুবেল ভাই আর নেই….'