Bangla Serial: পর্দায় 'ডাক্তার' হয়েই ফিরছেন ঋষি কৌশিক ! সঙ্গে কে? জোর জল্পনা টলিউডে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Bangla Serial: সত্যিই কি পর্দায় ফিরছেন ঋষি কৌশিক? কি বলছে টলিউড? জানুন
advertisement
1/6

টলিউডে কান পাতা দায়! ছোট পর্দায় ফিরছেন অভিনেতা ঋষি কৌশিক। তাঁর বিপরীতে অভিনয় করবেন টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। photo source collected
advertisement
2/6
এই খবরে আপাত টলিউডে চলছে জোর চর্চা! যদিও জানা গিয়েছে, সত্যিই ফের ছোট পর্দায় ফিরছেন ঋষি কৌশিক। লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই পর্দায় ফিরবেন তিনি। photo source collected
advertisement
3/6
তবে পুরো বিষয়টা এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এই বিষয় নিয়ে এখনি কিছু জানানো যাবে না। ঋষি কৌশিক এর আগেও, 'এখানে আকাশ নীল', 'ইষ্টি কুটুম' সহ বহু সিরিয়ালে মানুষের মন জয় করেছেন। photo source collected
advertisement
4/6
এখানে আকাশ নীল- এ একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। যা খুব জনপ্রিয় হয়। জানা গিয়েছে ফের ডাক্তারের চরিত্রেই অভিনয় করবেন তিনি। photo source collected
advertisement
5/6
তবে ম্যাজিক মোমেন্টস এই ধারাবাহিক প্রযোজনা করছে না বলেও খবর রয়েছে। ওদিকে পায়েল দেও কিছু জানাননি এই নতুন ধারাবাহিকে কাজ করা নিয়ে। তবে কাজের ইঙ্গিত স্পষ্ট। photo source collected
advertisement
6/6
তবে কি 'মিঠাই'-এর সঙ্গে টিআরপি টক্কর দিতেই নতুন ধারাবাহিক আনতে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায়? যদিও সে সব খোলসা হবে কয়েকদিনের মধ্যেই। photo source collected