Balika Vadhu Neha Marda: তড়িঘড়ি হাসপাতালে ভর্তি! শারীরিক জটিলতার পর মা হয়েও সদ্যোজাতর থেকে দূরে নেহা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Balika Vadhu Neha Marda: মা হলেন ‘বালিকা বধূ’ ধারাবাহিকের অভিনেত্রী নেহা মর্দা। কন্যাসন্তানের জন্ম দিলেন শুক্রবার, ৭ এপ্রিল। কিন্তু প্রবল শারীরিক জটিলতায় বিধ্বস্ত নতুন মা। প্রিম্যাচিওর শিশুর জন্ম দিয়েছেন তিনি।
advertisement
1/5

মা হলেন ‘বালিকা বধূ’ ধারাবাহিকের অভিনেত্রী নেহা মর্দা। কন্যাসন্তানের জন্ম দিলেন শুক্রবার, ৭ এপ্রিল। কিন্তু প্রবল শারীরিক জটিলতায় বিধ্বস্ত নতুন মা। প্রিম্যাচিওর শিশুর জন্ম দিয়েছেন তিনি।
advertisement
2/5
সদ্যোজাতকে এখনই বাড়ি নিয়ে যেতে পারবেন না নেহা। আর তাই এনআইসিইউ-তে রাখা হয়েছে মেয়েকে। নির্ধারিত সময়ের বেশি খানিক আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
advertisement
3/5
বিয়ের দশ বছর পর মা হয়েছেন নেহা। তৃতীয় ট্রাইমেস্টারে এসে শারীরিক জটিলতা ধরা পড়ে তাঁর শরীরে। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে।
advertisement
4/5
টানা দু’দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল নেহাকে। সে কারণেই প্রিম্যাচিওর শিশুর জন্ম দেন তিনি। তবে এখন মা সুস্থ আছেন। সদ্যোজাতও ভাল আছে। কিন্তু তাও টানা ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে একরত্তিকে।
advertisement
5/5
২০১২ সালে নেহা বিয়ে করেছিলেন ব্যবসায়ী আয়ুষ্মান আগরওয়ালকে বিয়ে করেছিলেন। সন্তানসম্ভবা হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে একাধির ছবি এবং ভিডিও পোস্ট করে সর্বক্ষণের আপডেট দিয়েছেন ভক্তদের।