Bado Badi Viral Song: ফেসবুক-ইনস্টাগ্রামে ভাইরাল গান 'বাদো বাদি', কে এই গায়ক চাহাত ফতে আলি খান? মহিলা-ই বা কে? চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bado Badi Viral Song singer chahat fateh ali khan: 'বাদো বাদি বাদো বাদি'। গোটা দেশজুড়ে রিলস, ভিডিওতে বাজছে এমন এক অদ্ভুত গান। গায়কের নাম চাহাত ফতে আলি খান। কে তিনি?
advertisement
1/8

সোশ্যাল মিডিয়া জুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম খুললে একটাই ভাইরাল গান শোনা যাচ্ছে। 'বাদো বাদি বাদো বাদি'। গোটা দেশজুড়ে রিলস, ভিডিওতে বাজছে এমন এক অদ্ভুত গান। ইউটিউবে ভাইরাল হয়েছে গানটি। কেন এত ভাইরাল হয়েছে এই গানটি? গানের ভিডিওতে এই দুই ব্যক্তিই বা কে?
advertisement
2/8
এই গানের গায়কের নাম চাহাত ফতে আলি খান। গানের ভিডিওতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে এক মহিলাকেও। তিনিই বা কে? ইউটিউবে এই গানটি প্রায় ২৮ মিলিয়ন ভিউজ পেয়েছে। কিন্তু তারপরেও গানটি ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু কেন?
advertisement
3/8
সব মিলিয়ে চাহাত ফতে আলি খানের 'বাদো বাদি' গানটি বিতর্ক, ট্রোল ও মনোরম হাসির খোরাক হিসেবে মানুষের মুখে মুখে ঘুরছে। ফেসবুক-ইনস্টাগ্রামের রিল হয়ে থেকে যাচ্ছে। গায়ক ও ভিডিওতে দেখা যাওয়া অভিনেত্রী দু'জনেই পাকিস্তানের বাসিন্দা। চাহাত ফতে আলি খানের আসল নাম কাশিফ রানা। লাহোরে জন্মগ্রহণকারী, ৫৬ বছর বয়সি চাহাত ফতেহ আলি খান বিখ্যাত পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলির সঙ্গে মিলিয়ে নিজের নামকরণ করেছেন।
advertisement
4/8
ভিডিওতে যে অভিনেত্রীকে দেখা গিয়েছে তাঁর নাম ওয়াজধন রাও রঙ্গর। ইনস্টাগ্রাম ও টিকটকে খুবই জনপ্রিয় তিনি। পাকিস্তানে ট্রাভেল ভ্লগার হিসেবেও দেখা যায় তাঁকে। মডেলিং করেন।
advertisement
5/8
জানা গিয়েছে, অর্থের অভাবের জেরেই মাত্র ৪ হাজার টাকায় এই ভিডিওতে শ্যুট করতে রাজি হন ওয়াজধন রাও রঙ্গর। যদিও এর সত্যতা বিচার করেনি নিউজ ১৮ বাংলা।
advertisement
6/8
বাদো বাদি একটি পঞ্জাবি শব্দ, অর্থ জোর করা। এই গানই ভাইরাল হয়েছে। ২৮ মিলিয়ন ভিউজ পাওয়ার পরেও ইউটিউব থেকে এই গান সরিয়ে দেওয়া হয়েছে। কারণ, কপিরাইটের মামলা হয়েছে গানটি নিয়ে।
advertisement
7/8
ভারতীয় ছবি 'বানারসি ঠগ' ছবিতে নূর জাহানের কণ্ঠে এই গানটি হয়েছিল। সেই গানটির নাম 'আঁর লরি বাদো বাদি'। সেই গান থেকেই চাহাত ফতে আলি খান এমন একটি গান তৈরি করে ইউটিউবে আপলোড করেন গত এপ্রিল মাসে। তারপরেই সেটি ভাইরাল হয়। এবং পরে কপিরাইটের সমস্যার কারণে গানটি তুলে নেওয়া হয়।
advertisement
8/8
যদিও চাহাত ফতে আলি খানের দাবি, খুব তাড়াতাড়ি এই বাদো বাদি ২ গান নিয়ে তিনি আসছেন দুনিয়া কাঁপাতে।