Ayushmann Khurrana: 'মুক্ত করে দাও'! বিছানায় জড়িয়ে শরীর, আয়ুষ্মানের আলস্যে মোড়া পোস্ট নিয়ে জল্পনা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে, তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরে। তার উস্কে দিল অভিনেতার ছবির ক্যাপশন।
advertisement
1/6

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে, তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরে। তখন থেকে চর্চায় থাকছেন অভিনেতা। আর এবার সেই চর্চা আরও উস্কে দিলেন অভিনেতা স্বয়ং, আলস্য ভরা ছবি ইনস্টাগ্রামে আসতেই ভাইরাল, সঙ্গে বিশেষ চমক ক্যাপশনে।
advertisement
2/6
অনেকেই মনে করছেন, সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের চরিত্রে পর্দায় অভিনয়ে আগে নিজেকে নানা ভাবে প্রস্তুত করছেন অভিনেতা। মহারাজের চরিত্রে যাতে আরও জীবন্ত হয়ে ওঠেন তাঁর জন্য বাংলা শেখাও খুব জরুরি। তবে কি তার মহড়া শুরু করে দিয়েছেন অভিনেতা? নেটিজেনদের একাংশের ধরানা তাঁর সাম্প্রতিক পোস্টের ক্যাপশন সেদিকেই ইঙ্গিত করছে।
advertisement
3/6
বিছানা যেন জড়িয়ে রেখেছে গোটা শরীর। জানলা দিয়ে আলো এসে ছুঁয়ে যাচ্ছে আয়ুষ্মানের খোলা পিঠে। আলস্য মাখা মুখে আলতো হাসি। সঙ্গে পরিষ্কার বাংলায় লিখলেন ক্যাপশন, 'মুক্ত করে দাও।'
advertisement
4/6
আর এই পোস্ট প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা হয়ে যায় ভাইরাল। অভিনেতা ছবি দেখে হইচই নেটপাড়ায়। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ক্যাপশন।
advertisement
5/6
শুধু এপার বাংলা নয় ওপার বাংলার ভক্তরাও আপ্লুত প্রিয় অভিনেতার ক্যাপশনে বাংলা দেখে। সকলে কমেন্ট বক্সেও ভালবাসা উজাড় করে দিয়েছেন। অনেকে লিখেছেন, ‘কবেই করে দিয়েছি মুক্ত।’ তবে নায়ক ক্যাপশনটি লিখেছেন ইংরাজি হরফে।
advertisement
6/6
প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে রিলিজ করেছে আয়ুষ্মান অভিনীত ‘ড্রিম গার্ল ২’। যদিও ছবিটি বানিজ্যিক ভাবে সেইভাবে সাফল্য পায়নি।