TRENDING:

ঐশ্বর্য-রণবীরের উষ্ণ রসায়নে ভরপুর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ !

Last Updated:
অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে গোটা বলিউড সরগরম ৷ ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থাকায় দেশের ৪ রাজ্যে মুক্তি নিষিদ্ধ ৷ তবে এই বিতর্কের বাইরেও, অ্যায় দিল হ্যায় মুশকিলে নজর কেড়েছে ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুরের উষ্ণতাও ৷ নজর কেড়েছে ছবির জন্য বিশেষ ফোটোশ্যুটও ৷
advertisement
1/6
ঐশ্বর্য-রণবীরের উষ্ণ রসায়নে ভরপুর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ !
অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে গোটা বলিউড সরগরম ৷ ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থাকায় দেশের ৪ রাজ্যে মুক্তি নিষিদ্ধ ৷ তবে এই বিতর্কের বাইরেও, অ্যায় দিল হ্যায় মুশকিলে নজর কেড়েছে ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুরের উষ্ণতাও ৷ নজর কেড়েছে ছবির জন্য বিশেষ ফোটোশ্যুটও ৷ Photo: Film Fare
advertisement
2/6
করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির গল্পেও রয়েছে উষ্ণতা ৷ এই ছবিতে দু’জনের প্রেমকেই বেশি ক্যাশ করেছেন পরিচালক করণ জোহর ৷
advertisement
3/6
শেষ পর্যন্ত সংস্কারীর ভূমিকায় অমিতাভ বচ্চন। পুত্রবধূর অন্তরঙ্গ দৃশ্যে কাঁচি চালাতে রঙ্গমঞ্চে অবতীর্ণ হলেন তিনি। শোনা যাচ্ছে, তাঁরই চাপে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির রণবীর কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চনের অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। তার পরেই ছবিকে ইউ-এ সার্টিফিকেট দিয়েছে সিবিএফসি।
advertisement
4/6
রণবীর-ঐশ্বর্যর ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াই কি মুক্তি পেতে চলেছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’? বলিউডে এটাই এখন জোর খবর। এই দৃশ্য কাটার পিছনের কুশীলব নাকি আর কেউ নয়, অমিতাভ বচ্চন। তিনিই নাকি চাপ দিয়েছেন সিবিএফসিকে এই দৃশ্যটি ছেঁটে ফেলার জন্য।
advertisement
5/6
সেন্সর বোর্ডের এই আবেদন মেনে নিয়েছেন, চলতি সপ্তাহেই এই দৃশ্যটি ছবি থেকে ছেঁটে ফেলেছেন করণ জোহর। তবে এই বিতর্ক নিয়ে তিনি মুখে কুলুপ এটেছেন। এর আগে ট্রেলারে ও গানে রণবীর আর ঐশ্বর্যর বোল্ড দৃশ্য দেখে অখুশি হয়েছিল বচ্চন পরিবার। কিন্তু এই অখুশি যে এই জায়গায় যাবে, তা কেউই ভাবতে পারেনি।
advertisement
6/6
এর আগেও ধুম-২-এর সময় ঋত্বিক-ঐশ্বর্যের লিপলক নিয়েও অস্বস্তিতে পড়েছিলেন বচ্চন পরিবার ৷ বচ্চন পরিবারের ভাবী বউ স্ক্রিনে অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন দেখে নাকি প্রবল আপত্তি উঠেছিল পরিবারের অন্দরে ৷ বলিউডে জোর গুঞ্জন ছড়িয়েছিল, ঐশ্বর্যর সঙ্গে সিনেমার পর্দায় ঘনিষ্ঠ হওয়াতেই নাকি আমন্ত্রিতের তালিকা থেকে বাদ পড়েছিল অভিষেক বচ্চনের বাল্যবন্ধু ঋত্বিক রোশন ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
ঐশ্বর্য-রণবীরের উষ্ণ রসায়নে ভরপুর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল