Brahmatra Movie Cast Salaries: রণবীর, আলিয়া, অমিতাভ বা নাগার্জুন, কে কত পারিশ্রমিক নিয়েছেন ব্রহ্মাস্ত্রের জন্য?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Brahmatra Movie Cast: শোনা যাচ্ছে যে অমিতাভ বচ্চন এই সিনেমায় ব্রহ্মার চরিত্রে অভিনয় করবেন
advertisement
1/8

রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। ব্রহ্মাস্ত্র মূলত একটি ট্রিলজি। বিশাল স্টার কাস্ট, বড় বাজেট এবং প্রচারের কারণে প্রত্যাশার পারদ চড়ছে। সিনেমার কাহিনিও বলিউড ঘরানায় নতুন স্বাদের আভাস দিচ্ছে। চলতি বছর ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই সিনেমার।
advertisement
2/8
ব্রহ্মাস্ত্রের প্রধান জুটি, সদ্য বিবাহিত রণবীর কাপুর এবং আলিয়া ভাট এই প্রথম একসঙ্গে কাজ করবেন। আলিয়া এবং রণবীরের পাশাপাশি, সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, ডিম্পল কাপাডিয়া এবং নাগার্জুন। বলিউড লাইফ জানিয়েছে, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব-এর জন্য কোন তারকা কত সাম্মানিক পেয়েছেন।
advertisement
3/8
রণবীর কাপুর এই সিনেমায় সাম্মানিক হিসেবে বেশ মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। অভিনেতাকে ২৫-৩০ কোটি টাকা দেওয়া হচ্ছে।
advertisement
4/8
আলিয়া ভাটের জন্মদিনে, চলচ্চিত্র নির্মাতারা সিনেমায় আলিয়ার ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন। ইশার চরিত্রে দেখা যাবে আলিয়াকে। আলিয়ার পারিশ্রমিক ১০-১২ কোটি টাকা।
advertisement
5/8
আক্কিনেনি নাগার্জুন এই সিনেমায় ক্যামিও করবেন নাকি লম্বা চওড়া ভূমিকা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ব্রহ্মাস্ত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ৯-১১ কোটি টাকা।
advertisement
6/8
শোনা যাচ্ছে যে অমিতাভ বচ্চন এই সিনেমায় ব্রহ্মার চরিত্রে অভিনয় করবেন এবং এই অভিনয়ের সাম্মানিক হিসেবে মেগাস্টার নিয়েছেন ৮-১০ কোটি টাকা।
advertisement
7/8
ডিম্পল কাপাডিয়া ব্রহ্মাস্ত্রে তাঁর অভিনয়ের জন্য ১-২ কোটি টাকা নিয়েছেন বলেই জানা গিয়েছে।
advertisement
8/8
মৌনি রায়ও এই বিগ বাজেটের সিনেমাতে অভিনয়ের জন্য সাম্মানিক নিয়েছেন ৩ কোটি টাকা।