Tollywood: অভিষেকের মৃত্যুর পর প্রথম বাড়ির দুর্গাপুজো, স্বামীর দেওয়া নোওয়া পরেই সিঁদুর খেলবেন সংযুক্তা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তিনি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'আমি আজও ওর স্ত্রী। আমি সারাজীবন ওর স্ত্রী হয়ে থাকব। ওর দেওয়া নোয়াটা আমি এখনও পরে থাকি।'
advertisement
1/6

অভিষেক চট্টোপাধ্যায়। মাত্র ৫৮ বছর বয়সে চলে গেলেন তিনি। মার্চের ২৪ তারিখ এই অভিনেতার প্রয়াণে অন্ধকার নেমে আসে টলিপাড়ায়। অভিষেক শুধু একজন অভিনেতা নন, একজন বড় মনের মানুষ ছিলেন। এক সময় তাপস পাল, প্রসেনজিতের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন তিনি।
advertisement
2/6
ভিষেকের মৃত্যুর পর প্রথম দুর্গাপুজো করছেন স্ত্রী সংযুক্তা
advertisement
3/6
এবার তাঁদের বাড়ির পুজোর নাম হবে ‘অভিষেক সংযুক্তা সাইনা’ দুর্গাপুজো। নামের মধ্যে রয়েছে স্বামী-স্ত্রী-কন্যা তিনেরই নাম। অভিষেকের স্মৃতিতে, অভিষেকেরই হয়ে এই পুজো করছেন সংযুক্তা।
advertisement
4/6
পেরিয়ে গেল দেড়টা বছর। নেই অভিষেক চট্টোপাধ্যায়। ছোট্ট মেয়ে ও স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়ের হাহাকার আজও যন্ত্রণা দেয়। গতবছর দুর্গাপুজো করার মতো মানসিক ক্ষমতা ছিল না অভিনেতা-পত্নীর। তবে এবার তিনি কোনওমতে নিজেকে সামলাচ্ছেন।
advertisement
5/6
প্রয়াত অভিনেতার স্ত্রী বললেন, ‘‘আমাদের বাড়িতে আগে ঘটপুজো হত। আর পুজোর সময়ে আমরা বেড়াতে যেতাম। কিন্তু পাঁচ বছর ধরে টানা স্বপ্ন দেখেছি আমি। মা আসছে, মা আসছে, এরকমই স্বপ্ন দেখতাম। অভিকে বারবার বলতে থাকি। তারপর অভি এই পুজো শুরু করে।’’
advertisement
6/6
তিনি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'আমি আজও ওর স্ত্রী। আমি সারাজীবন ওর স্ত্রী হয়ে থাকব। ওর দেওয়া নোয়াটা আমি এখনও পরে থাকি।' আর সেই নোয়া পরেই এবার সিঁদুর খেলবেন সংযুক্তা।