Saif Ali Khan Attack: অটোতে উঠে একটাই প্রশ্ন সইফের...! এবার বান্দ্রা থানায় সেই অটোচালক! কেন ডাকা হল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Saif Ali Khan Attack: সেই অটোচালককে বান্দ্রা পুলিশ স্টেশনে ডাকা হয়। সম্ভবত হামলার রাত সংক্রান্ত তথ্য় নেওয়ার জন্য়ই তাঁকে ডেকে পাঠানো হয়।
advertisement
1/6

বাড়িতে অসংখ্য় গাড়ি। তবু বিপদের সময় কোনওটাই যেন কাজে লাগল না। শরীরে আঘাত নিয়ে অটো করে হাসপাতালে পৌঁছতে হয়েছিল সইফ আলি খানকে। আর যিনি তাঁকে গন্তব্য়ে পৌঁছে দিয়েছিলেন, সেই অটোচালক ভজন সিং রানা।
advertisement
2/6
অটোচালকের দাবি, সেই রাতে আহত অবস্থায় তাঁর অটোয় যে সইফ বসে রয়েছেন, প্রথমে তা বুঝতেই পারেননি তিনি৷ শেষে হাসপাতালে পৌঁছনোর পর সইফ নিজেই নিজের পরিচয় দেওয়ার পর অভিনেতাকে চিনতে পারেন তিনি৷
advertisement
3/6
ভজন জানান, বিপদের সময় সইফের থেকে কোনও ভাড়া নেননি তিনি। এমন পরিস্থিতিতে অভিনেতাকে সাহায্য় করতে পেরেই খুশি সেই অটোচালক।
advertisement
4/6
শনিবার সেই অটোচালককে বান্দ্রা পুলিশ স্টেশনে ডাকা হয়। সম্ভবত হামলার রাত সংক্রান্ত তথ্য় নেওয়ার জন্য়ই তাঁকে ডেকে পাঠানো হয়।
advertisement
5/6
সেই অটোচালক জানান, সইফের সঙ্গে ছিলেন এক কম বয়সী ব্যক্তি (সম্ভবত সইফ পুত্র ইব্রাহিম) এবং একটি শিশুও ছিল৷
advertisement
6/6
ভজন জানান, সইফের পিঠ রক্তে ভেসে যাচ্ছিল৷ সইফের সাদা জামার পিছন দিক রক্তে ভেসে যাচ্ছিল৷ সইফের ডানদিকে ঘাড়ের কাছ থেকেও রক্ত পড়ছিল৷ সেই অবস্থাতেই অভিনেতাকে হাসপাতালে পোঁছে দেন তিনি।