TRENDING:

Ashish Vidyarthi-Rupali Barua I Rajoshi Barua: রাজশীর সঙ্গে প্রতারণা করে রূপালিকে বিয়ে? আশিসের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী!

Last Updated:
Ashish Vidyarthi-Rupali Barua I Rajoshi Barua: বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আশিসের প্রথম স্ত্রী রাজশী। এক সংবাদমাধ্যমকে তিনি জানালেন, তাঁরা ২০২২ সালে ডিভোর্স ফাইল করেছিলেন।
advertisement
1/9
রাজশীর সঙ্গে প্রতারণা করে রূপালিকে বিয়ে? আশিসের ২য় বিয়ে নিয়ে প্রাক্তন স্ত্রী!
রাজশী বড়ুয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ হল কবে? ৫৭ বছর বয়সে আবার বিয়ে? তবে কি প্রতারণা করলেন প্রথন স্ত্রীর সঙ্গে? আশিস বিদ্যার্থীকে নিয়ে গত দু’দিন ধরে একটানা শোরগোল চারদিকে।
advertisement
2/9
হঠাৎ ফ্যাশন সংস্থার মালিক রূপালি বড়ুয়ার সঙ্গে বিয়ের ছবি বর্ষীয়ান অভিনেতার। তার আগে কবে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হল, সেই বিষয়ে কোনও ধারণা ছিল না অধিকাংশের। ফলে নানা রকমের জল্পনা চারদিকে।
advertisement
3/9
বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আশিসের প্রথম স্ত্রী রাজশী। এক সংবাদমাধ্যমকে তিনি জানালেন, তাঁরা ২০২২ সালে ডিভোর্স ফাইল করেছিলেন। আর তাই রূপালি বড়ুয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে স্ত্রীকে প্রতারণা করার খবর নস্যাৎ করলেন তিনি।
advertisement
4/9
রাজশী বললেন, ‘‘লোকেরা আমাদের সম্পর্কের যে ব্যাখ্যা দিচ্ছে, তাতে আমি বিরক্ত। এটা কিন্তু ঠিক নয়। আশিস কখনওই আমার সঙ্গে প্রতারণা করেনি। লোকে ভাবছে যে তিনি কেবলই আবার বিয়ে করতে চেয়েছিলেন বলে বিচ্ছেদ হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা।’’
advertisement
5/9
‘‘গত বছর অক্টোবরে আমরা একসঙ্গে ডিভোর্স ফাইল করি। কেউ কারও সঙ্গে জোরাজুরি করেনি। দু’জনেরই সিদ্ধান্ত। শকুন্তলা বড়ুয়ার মেয়ে এবং আশিস বিদ্যার্থীর স্ত্রী হিসেবে জীবনের একটা দীর্ঘ সময় কাটিয়েছি।’’
advertisement
6/9
‘‘এখন সময় এসেছে, একা পথ হাঁটার। আমি আমার নিজের পরিচয় চাই। এমন নয় যে, তিনি আমার ভাবমূর্তি নষ্ট করেছেন। আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা ভিন্ন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তাই কেবল বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’’
advertisement
7/9
রূপালি অসমের কন্যা। এখন বয়স ৫০ বছর। রূপালির নিজের ফ্যাশন সংস্থা রয়েছে। কলকাতার হ্যান্ডলুম ফ্যাশন স্টোরের মালিক রূপালি। প্রথম স্বামীর মৃত্যু হয়, এবং এক কন্যা রয়েছে তাঁর।
advertisement
8/9
বিয়েতে অন্যদিকে আনন্দে আত্মহারা ছিলেন আশিস-রূপালি। দুই পরিবারের উপস্থিতি দুই প্রৌঢ়ের বিবাহ সম্পন্ন হল। কলকাতার এক ক্লাবে নাচে গানে ভরিয়ে তোলেন নবদম্পতি।
advertisement
9/9
একটি ফ্যাশন শ্যুট করার সময়ে রূপালির সঙ্গে আশিসের আলাপ। সেই সময়েই ফোন নম্বর দেওয়া-নেওয়া, বন্ধুত্ব, এবং প্রেম। তার পর আরও কয়েক বছরের সম্পর্কের পর বিয়ে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ashish Vidyarthi-Rupali Barua I Rajoshi Barua: রাজশীর সঙ্গে প্রতারণা করে রূপালিকে বিয়ে? আশিসের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল