Ashish Vidyarthi-Rupali Barua I Rajoshi Barua: মিসেস বিদ্যার্থী হয়ে থাকতে পারব না আর, আশিসের বিয়ের পর বিস্ফোরক প্রাক্তন স্ত্রী!
- Published by:Teesta Barman
Last Updated:
Ashish Vidyarthi-Rupali Barua I Rajoshi Barua: এদিকে সারা দেশ তোলপাড়। ৫৭ বছর বয়সে আবার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে এবং প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে সমালোচনা তুঙ্গে। প্রাক্তন স্বামীর বিয়ের খবর চাউর হতেই রাজশীর ইনস্টাগ্রাম ভরে ওঠে।
advertisement
1/11

২২ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী। রাজশী বড়ুয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে ২০২১ সালে। এখন তাঁর অর্ধাঙ্গিনী অসম-কন্যা রূপালি বড়ুয়া। বৃহস্পতিবার কলকাতায় আইনি বিয়ে সেরেছেন তাঁরা।
advertisement
2/11
রূপালি অসমের কন্যা। এখন বয়স ৫০ বছর। রূপালির নিজের ফ্যাশন সংস্থা রয়েছে। কলকাতার হ্যান্ডলুম ফ্যাশন স্টোরের মালিক রূপালি। প্রথম স্বামীর মৃত্যু হয়, এবং এক কন্যা রয়েছে তাঁর।
advertisement
3/11
এদিকে সারা দেশ তোলপাড়। ৫৭ বছর বয়সে আবার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে এবং প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে সমালোচনা তুঙ্গে। প্রাক্তন স্বামীর বিয়ের খবর চাউর হতেই রাজশীর ইনস্টাগ্রাম ভরে ওঠে।
advertisement
4/11
লেখেন, ‘যে সঠিক মানুষ, সে কোনওদিন তোমার মনে প্রশ্ন আনবে না, তার কাছে তোমার মূল্য কতটা৷ এমন কোনও কাজ তারা করবে না, যা তোমাকে কষ্ট দেয়৷ সব সময় এই কথা মনে রাখবে৷’
advertisement
5/11
‘সমস্ত দ্বিধা, অতি চিন্তা এখনই তোমার মন থেকে সরে যাক৷ সমস্ত ধন্দ কাটিয়ে সবকিছু স্পষ্ট হোক তোমার কাছে৷ তোমার জীবন জুড়ে শান্তি নেমে আসুক৷ বহু দিন ধরেই তুমি লড়াই করে চলেছে৷ এখন অন্তত তোমার জীবনে আশীর্বাদ নেমে আসুক৷ এটা তোমার প্রাপ্য৷’
advertisement
6/11
এ কথা স্পষ্ট, তিনি নাম না করে প্রাক্তন স্বামীর সম্পর্কেই লেখেন। এ ছাড়া শুভেচ্ছাও জানান নাম না করে। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘কোনও অত্যাচার, কষ্ট বা কিছুই ছিল না, যেমনটা মানুষ অনুমান করছেন। আমরা দু’জন আলাদা মানুষ। দুই বছর ধরে আমরা আলাদা পথে যাওয়ার চেষ্টা করেছি।’’
advertisement
7/11
‘‘এখন তিনি (আশিস) তার ক্যারিয়ারে ভাল করছেন। আমি গত পাঁচ বছর ধরে অনেক কিছু সামলাচ্ছি। ব্যক্তিগত জীবনে আমার এখন বিভিন্ন চাহিদা রয়েছে। আমি আর মিসেস বিদ্যার্থী হয়ে লক্ষ্য পূরণ করতে পারছি না।’’
advertisement
8/11
আশিসের প্রাক্তন স্ত্রী রাজশীর আরেক পরিচয় তিনি বাংলার অন্যতম অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা। এ হেন পরিস্থিতিতে কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী? সন্তানের জীবনে কঠিন সময়।
advertisement
9/11
কী ভাবে তাঁকে সামলাচ্ছেন শকুন্তলা? নিউজ18 বাংলাকে তিনি বলেন, “এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না। ওদের যথেষ্ট বয়স হয়েছে। ওরা যা ভাল বুঝেছে, করেছে। শুধু এইটুকু বলতে পারি, আমার মেয়ে এবং আমি খুব ভাল আছি।”
advertisement
10/11
অন্যদিকে আনন্দে আত্মহারা ছিলেন আশিস-রূপালি। দুই পরিবারের উপস্থিতি দুই প্রৌঢ়ের বিবাহ সম্পন্ন হল। কলকাতার এক ক্লাবে নাচে গানে ভরিয়ে তোলেন নবদম্পতি।
advertisement
11/11
একটি ফ্যাশন শ্যুট করার সময়ে রূপালির সঙ্গে আশিসের আলাপ। সেই সময়েই ফোন নম্বর দেওয়া-নেওয়া, বন্ধুত্ব, এবং প্রেম। তার পর আরও কয়েক বছরের সম্পর্কের পর বিয়ে।