Ashish Vidyarthi-Rupali Barua: গালে মিশছে গাল, বিমানবন্দরে আদুরে মুহূর্তে নবদম্পতি আশিস-রূপালি, ৫৮-৫০ প্রেমগাথা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ashish Vidyarthi-Rupali Barua: আর তারই ঝলক নবদম্পতির প্রোফাইলে শোভা পেয়েছে। কখনও হানিমুন, কখনও বিভিন্ন রেস্তরাঁ বা শিল্পকেন্দ্রে ইতিউতি ঘুরে বেড়ানো। ৫৮ এবং ৫০-এর বুক ভরা প্রেম যেন নজির গড়ছে।
advertisement
1/8

৫৮-এ পা রেখেছেন আশিস বিদ্যার্থী। ৬০-এ পৌঁছনোর ঠিক আগে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে বর্ষীয়ান অভিনেতার। নতুন বিয়ে বলে কথা। স্ত্রী রূপালি বড়ুয়ার সঙ্গে শহরের আনাচে কানাচে, শহরের বাইরে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি।
advertisement
2/8
আর তারই ঝলক নবদম্পতির প্রোফাইলে শোভা পেয়েছে। কখনও হানিমুন, কখনও বিভিন্ন রেস্তরাঁ বা শিল্পকেন্দ্রে ইতিউতি ঘুরে বেড়ানো। ৫৮ এবং ৫০-এর বুক ভরা প্রেম যেন নজির গড়ছে।
advertisement
3/8
দিন কয়েক আগে নতুন স্ত্রীর সঙ্গে হানিমুনের ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। নবদম্পতি হাসিমুখে ট্রাভেলার বাসে চেপে ঘুরে বেড়াচ্ছেন।
advertisement
4/8
আশিস ছবি দিয়ে লিখেছিলেন, ‘ধন্যবাদ বন্ধুরা, ভালবাসা দেওয়ার জন্য। ধন্যবাদ টিনটিন ছবিটি তোলার জন্য।’ আশিসের পরনে ছিল হলুদ শার্টের সঙ্গে মানানসই হলুদ টুপি। নতুন বৌ সেজেছিলেন গোলাপি জামা, গোলাপি টুপিতে।
advertisement
5/8
এর পরেই দেখা গেল বিমানবন্দরের ছবি। গালে মিশে যাচ্ছে গাল। সেলফিতে নবদম্পতির প্রেমের ছোঁয়া। রূপালি ছবি দিয়ে হ্যাশট্যাগে লিখেছেন, ‘প্রেম’।
advertisement
6/8
তা ছাড়া কলকাতার এক শিল্পকেন্দ্রে যুগলের ছবি দেখা যায়। স্ত্রীকে দু’চোখ ভরে দেখছেন আশিস। এ ছাড়া রেস্তরাঁয় গিয়ে খাওয়াদাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন রূপালি।
advertisement
7/8
ফ্যাশন সংস্থার মালিক রূপালির সঙ্গে বিয়ের ছবি ভাইরাল হতেই আশিসের প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন ওঠে। জানা যায়, ২০২২ সালে প্রথম স্ত্রী রাজশী বড়ুয়ার সঙ্গে বিয়ে ভেঙে যায়। তবে তিনি জানান, আশিস তাঁর সঙ্গে প্রতারণা করেননি।
advertisement
8/8
রূপালি অসমের কন্যা। প্রথম স্বামীর মৃত্যু হয়, এবং এক কন্যা রয়েছে তাঁর। দুই পরিবারের উপস্থিতি দুই প্রৌঢ়ের বিবাহ সম্পন্ন হয়। চলতি বছর জামাইষষ্ঠীতে হঠাৎ আশিসের দ্বিতীয় বিয়ের ছবি দেখে চমকে উঠেছিলেন ভক্তরা। তখনই শুরু হয় কটাক্ষ।