TRENDING:

Asha Bhosle Granddaughter : আশা ভোঁসলের নাতনির রূপে কুপোকাত! একাধারে নৃত্যশিল্পী ও গায়িকা, রইল জানাইয়ের ছবি

Last Updated:
Asha Bhosle Granddaughter : ২১ বছরের জানাই যে ঠাকুমার সঙ্গে সময় কাটাতে ভালবাসেন, সেই প্রমাণ বারবার মেলে সোশ্যাল মিডিয়ার দৌলতে। কখনও তাঁরা মঞ্চে উঠে গান করেন, কখনও রেস্তোরাঁয় 'ডেট'-এ যান।
advertisement
1/8
আশা ভোঁসলের নাতনির রূপে কুপোকাত সকলে! একাধারে নৃত্যশিল্পী, গায়িকা জানাইকে চেনেন?
ভারতীয় সঙ্গীতজগতের উজ্জ্বল নক্ষত্র। এখনও যে শিল্পীরা প্রাচীন দেশীয় সঙ্গীতচর্চাকে ধরে রেখেছেন, তাঁদেরই একজন। ৯০ বছর বয়সেও বলিউডে তাঁর অবদানের ভাণ্ডারে নতুন সংযোজন হয়ে চলেছে, তিনি আশা ভোঁসলে।
advertisement
2/8
সম্প্রতি ৯০-এর জন্মদিনে দুবাই ভ্রমণে গেলেন বর্ষীয়ান গায়িকা। সৌজন্যে তাঁর পরিবার। আর সেই দিনের ঝলক প্রকাশ্যে এল জানাই ভোঁসলের দৌলতে।
advertisement
3/8
চেনেন এই জানাইকে? আশা ভোঁসলের নাতনি। অপরূপ সুন্দরী। ঠাকুমার মতোই গানের জগতে পা রেখেছেন তিনি।
advertisement
4/8
আশা ভোঁসলের ছোট ছেলে আনন্দ ভোঁসলে এবং অনুজা ভোঁসলের কন্যা জানাই। ২০০২ সালে মুম্বইয়ে জন্ম তাঁর।
advertisement
5/8
কেবল গান নয়, কত্থক নৃত্যে পারদর্শী জানাই। তা ছাড়া পশুপাখি এবং গাছপালার প্রতি অঢেল ভালবাসা রয়েছে তাঁর। বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় জানাইকে।
advertisement
6/8
ঠাকুমার সঙ্গে বিভিন্ন কনসার্টে গান গাইতেও দেখা যায় তরুণীকে। বলিউডের তারকা জগতের সঙ্গে ইতিমধ্যেই বেশ মেলামেশা শুরু জানাইয়ের।
advertisement
7/8
২১ বছরের জানাই যে ঠাকুমার সঙ্গে সময় কাটাতে ভালবাসেন, সেই প্রমাণ বারবার মেলে সোশ্যাল মিডিয়ার দৌলতে। কখনও তাঁরা মঞ্চে উঠে গান করেন, কখনও রেস্তোরাঁয় 'ডেট'-এ যান।
advertisement
8/8
ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের ব্যান্ড 'সিক্স প্যাক'-এর সঙ্গে যুক্ত জানাই। সেই ব্যান্ডের সঙ্গে গান করেন বিভিন্ন কনসার্টে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Asha Bhosle Granddaughter : আশা ভোঁসলের নাতনির রূপে কুপোকাত! একাধারে নৃত্যশিল্পী ও গায়িকা, রইল জানাইয়ের ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল