Asha Bhosle Granddaughter : আশা ভোঁসলের নাতনির রূপে কুপোকাত! একাধারে নৃত্যশিল্পী ও গায়িকা, রইল জানাইয়ের ছবি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Asha Bhosle Granddaughter : ২১ বছরের জানাই যে ঠাকুমার সঙ্গে সময় কাটাতে ভালবাসেন, সেই প্রমাণ বারবার মেলে সোশ্যাল মিডিয়ার দৌলতে। কখনও তাঁরা মঞ্চে উঠে গান করেন, কখনও রেস্তোরাঁয় 'ডেট'-এ যান।
advertisement
1/8

ভারতীয় সঙ্গীতজগতের উজ্জ্বল নক্ষত্র। এখনও যে শিল্পীরা প্রাচীন দেশীয় সঙ্গীতচর্চাকে ধরে রেখেছেন, তাঁদেরই একজন। ৯০ বছর বয়সেও বলিউডে তাঁর অবদানের ভাণ্ডারে নতুন সংযোজন হয়ে চলেছে, তিনি আশা ভোঁসলে।
advertisement
2/8
সম্প্রতি ৯০-এর জন্মদিনে দুবাই ভ্রমণে গেলেন বর্ষীয়ান গায়িকা। সৌজন্যে তাঁর পরিবার। আর সেই দিনের ঝলক প্রকাশ্যে এল জানাই ভোঁসলের দৌলতে।
advertisement
3/8
চেনেন এই জানাইকে? আশা ভোঁসলের নাতনি। অপরূপ সুন্দরী। ঠাকুমার মতোই গানের জগতে পা রেখেছেন তিনি।
advertisement
4/8
আশা ভোঁসলের ছোট ছেলে আনন্দ ভোঁসলে এবং অনুজা ভোঁসলের কন্যা জানাই। ২০০২ সালে মুম্বইয়ে জন্ম তাঁর।
advertisement
5/8
কেবল গান নয়, কত্থক নৃত্যে পারদর্শী জানাই। তা ছাড়া পশুপাখি এবং গাছপালার প্রতি অঢেল ভালবাসা রয়েছে তাঁর। বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় জানাইকে।
advertisement
6/8
ঠাকুমার সঙ্গে বিভিন্ন কনসার্টে গান গাইতেও দেখা যায় তরুণীকে। বলিউডের তারকা জগতের সঙ্গে ইতিমধ্যেই বেশ মেলামেশা শুরু জানাইয়ের।
advertisement
7/8
২১ বছরের জানাই যে ঠাকুমার সঙ্গে সময় কাটাতে ভালবাসেন, সেই প্রমাণ বারবার মেলে সোশ্যাল মিডিয়ার দৌলতে। কখনও তাঁরা মঞ্চে উঠে গান করেন, কখনও রেস্তোরাঁয় 'ডেট'-এ যান।
advertisement
8/8
ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের ব্যান্ড 'সিক্স প্যাক'-এর সঙ্গে যুক্ত জানাই। সেই ব্যান্ডের সঙ্গে গান করেন বিভিন্ন কনসার্টে।