TRENDING:

Arvind Swamy : ১৬ বছরের দাম্পত্যে বিচ্ছেদ থেকে দুর্ঘটনায় পক্ষাঘাত, খ্যাতির তুঙ্গে থাকার সময়েই হারিয়ে যান রোজা, বম্বের নায়ক অরবিন্দ স্বামী

Last Updated:
Arvind Swamy: তরুণীদের হৃদয়ে আসীন হয়ে আবার মিলিয়েও গেলেন ধূমকেতুর মতোই
advertisement
1/12
দাম্পত্যে বিচ্ছেদ থেকে দুর্ঘটনায় পক্ষাঘাত,খ্যাতি থেকে হারিয়ে যান অরবিন্দ স্বামী
নয়ের দশকে বড় হয়েছেন অথচ অরবিন্দ স্বামীকে দেখে মুগ্ধ হননি, এমন মেয়ে কমই আছেন৷ কলেজজীবনে হাতখরচের টাকার জন্য তিনি শুরু করেছিলেন অভিনয়৷ তরুণীদের হৃদয়ে আসীন হয়ে আবার মিলিয়েও গেলেন ধূমকেতুর মতোই৷
advertisement
2/12
কলেজ জীবনে যখন মডেলিং করছেন, তখনই পরিচালক মণিরত্নমের চোখে পড়ে যান৷ জহুরির চোখ ভুল করেনি রত্ন চিনতে৷ ১৯৯১ সালে ‘থলপতি’ ছবিতে মণিরত্নমের নির্দেশনায় প্রথম অভিনয় করেন অরবিন্দ৷
advertisement
3/12
১৯৯২ সালে রোজা এবং ১৯৯৫ সালে বম্বে-এই দুই আইকনিক ছবিই অরবিন্দকে বলিউডে স্থায়ী জমি তৈরি করে দেয়৷ সুপারডুপার হিট এই ছবিদুটিতে নতুন ইতিহাস তৈরি করে ইন্ডাস্ট্রিতে৷
advertisement
4/12
এর পর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করেন অরবিন্দ৷ ফিরে আসেন মুম্বইয়েও৷ তাঁকে বলিউডে ফের দেখা যায় ১৯৯৮-এ। ‘সাত রং কে স্বপ্নে’ ছবিতে। তারপর ২০০০-এ, ‘রাজা কো রানি সে প্যার হো গ্যয়া’ ছবিতে। তার পর উধাও হয়ে যান হিন্দি ছবি থেকে৷
advertisement
5/12
২০০০ সালের পর ৬ বছর তিনি নিজেকে সরিয়ে নেন বিনোদন জগৎ থেকে৷ উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন আমেরিকা৷ মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে৷ দেশে ফিরে মন দেন ব্যবসায়৷
advertisement
6/12
২০১০ সালে ভেঙে গিয়েছিল তাঁর ১৬ বছরের দাম্পত্য। সন্তানদের কাস্টডি পেয়েছিলেন অরবিন্দ। ফলে ব্যবসা, সিঙ্গল পেরেন্টিং সামলে আর ফিরতে পারেননি অভিনয়ে।
advertisement
7/12
পরে তিনি জানান অভিনয় জীবন খুব একটা মিস করছিলেন না তিনি৷ ভাল অভিনেতা হতে চেয়েছিলেন৷ নায়ক হয়ে ব্যক্তিগত জীবন বিপন্ন করার কোনও ইচ্ছে তাঁর ছিল না৷
advertisement
8/12
এর মাঝেই ২০০৫ সালে দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী ছিলেন দীর্ঘ দিন৷ তাঁর মেরদণ্ডে আঘাত লাগে। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে পায়ের একাংশ। শারীরিক ও মানসিক আঘাত কাটিয়ে এরপর মণিরত্নমের হাত ধরেই ফের ফেরেন ইন্ডাস্ট্রিতে৷ ২০১৩ সালে অভিনয় করেন ‘কাদাল’-এ৷
advertisement
9/12
তবে তার আগে তাঁকে ওজন কমাতে হয়৷ ১১০ কেজি ওজন হয়ে বিশালাকায় চেহারা হয়ে গিয়েছিল তাঁর৷ অনেক কসরত করে বাড়িতে ওজন ঝরিয়ে ফেলেন এই তারকা৷
advertisement
10/12
এখন অভিনয় করেন তিনি৷ তবে নিয়মিত নয়, মাঝে মাঝে৷ খুব স্বল্প সংখ্যক ছবিতে৷ প্রশমিত হয়েছে ব্যক্তিগত জীবনের ক্ষতও৷ ২০১২ সালে অরবিন্দ বিয়ে করেছেন আইনজীবী অপর্ণা মুখোপাধ্যায়কে।
advertisement
11/12
অরবিন্দ একজন দক্ষ ডাবিং শিল্পীও৷ ১৯৯৪ সালে ‘দ্য লায়ন কিং’ যখন প্রথমবার মুক্তি পেয়েছিল, অরবিন্দ ডাবিং করেছিলেন পূর্ণবয়স্ক সিম্বা-র কণ্ঠচরিত্রে। পঁচিশ বছর পরে ২০১৯ সালে আবার তিনি ডাবিং করেছেন এই ছবির তামিল সংস্করণে। তবে এ বার খলনায়ক, স্কার-এর কণ্ঠে।
advertisement
12/12
অভিনেতা সত্তার পাশাপাশি পারিবারিক জীবন ও নিজের ব্যবসায়িক সত্তাও উপভোগ করেন এই সুদর্শন কুশীলব৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arvind Swamy : ১৬ বছরের দাম্পত্যে বিচ্ছেদ থেকে দুর্ঘটনায় পক্ষাঘাত, খ্যাতির তুঙ্গে থাকার সময়েই হারিয়ে যান রোজা, বম্বের নায়ক অরবিন্দ স্বামী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল