TRENDING:

শান্তিনিকেতনে অভিনেত্রী অপরাজিতা ঘোষের আর্ট স্পেসে খামখেয়ালের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘Art-এ-বসন্ত’, ছিল একাধিক চমক

Last Updated:
গত ৮ এবং ৯ মার্চ, ২০২৫ তারিখ - এই দুই দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে নিজেদের পসরা সাজিয়ে নিয়ে উপস্থিত হয়েছিলেন নানা জায়গার শিল্পীরা। এর পাশাপাশি ছিল গান-বাজনা, সিনেমা, ছবির প্রদর্শনীর আয়োজনও।
advertisement
1/6
শান্তিনিকেতনে অভিনেত্রী অপরাজিতা ঘোষের আর্ট স্পেসে অনুষ্ঠিত হল ‘Art-এ-বসন্ত’
বসন্তের মরশুমে শান্তিনিকেতনের রূপই আলাদা! এ কথা তো সকলেরই জানা। আসলে এই সময়টায় প্রকৃতিও যেন নিজের সমস্ত রঙ ঢেলে সাজিয়ে তোলে রবি ঠাকুরের প্রিয় শান্তিনিকেতনকে। আর সেই বসন্ত ঋতুকে উদযাপন করার জন্য সম্প্রতি খামখেয়াল আয়োজিত ‘Art-এ-বসন্ত’ অনুষ্ঠিত হয়ে গেল অভিনেত্রী অপরাজিতা ঘোষের শান্তিনিকেতনের সীমান্তপল্লির আর্ট স্পেসে।
advertisement
2/6
গত ৮ এবং ৯ মার্চ, ২০২৫ তারিখ - এই দুই দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে নিজেদের পসরা সাজিয়ে নিয়ে উপস্থিত হয়েছিলেন নানা জায়গার শিল্পীরা। এর পাশাপাশি ছিল গান-বাজনা, সিনেমা, ছবির প্রদর্শনীর আয়োজনও। ফলে এই সব কিছু মিলিয়ে হইহই করে একসঙ্গে বাঁচার উৎসব উদযাপনের মধ্যে দিয়ে কেটে গেল দু’টো দিন।
advertisement
3/6
কী কী চমক ছিল সেই অনুষ্ঠানে? জানা গিয়েছে, ‘Art-এ-বসন্ত’ অনুষ্ঠানে নিজস্ব তাঁতে বোনা জামাকাপড়ের পসরা নিয়ে হাজির হয়েছিলেন তাঁতিরা। সেই সঙ্গে ছিল ন্যাচারাল ডাই বা প্রাকৃতিক রঙের সম্ভারও। এছাড়া চিত্রশিল্পের প্রদর্শনী, ডক্যুমেন্টারি বা তথ্যচিত্র এবং সিনেমা দেখা এমনকী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল এই অনুষ্ঠানে।
advertisement
4/6
আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, টিম খামখেয়াল-এর তরফে এই প্রথম বার কলকাতার বাইরে কোনও প্রদর্শনীর আয়োজন করা হল। সেই সঙ্গে অভিনেত্রী অপরাজিতা ঘোষের যত্নে সাজানো আর্ট স্পেসে এহেন উদ্যোগও প্রথম বার। টিম খামখেয়াল এবং কলাভবনের বেশ কিছু ছাত্রছাত্রীর হাতের ছোঁয়ায় সেজে উঠেছিল ‘Art-এ-বসন্ত’ প্রদর্শনী। দাক্ষিণাত্যের আঙ্গিকে তৈরি শ‍্যাডো আর্টের মাধ্যমে মঞ্চের ব‍্যাকগ্রাউন্ডটিকে সাজিয়ে তোলা হয়েছিল। এর পাশাপাশি এই অনুষ্ঠানের সাজসজ্জায় প্রাধান্য পেয়েছিল বিভিন্ন প্রাকৃতিক উপাদানের ব‍্যবহার এবং নানা ধরনেক লোকশিল্পও। আর এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে উপস্থিত হয়েছিলেন বহু গুণীজন।
advertisement
5/6
অনুষ্ঠানের প্রথম দিনেই সম্প্রচারিত হয়েছিল অভিনেত্রী অপরাজিতা ঘোষের ডক্যুমেন্টারি। এর সঙ্গে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার। তারপর দ্বিতীয় দিনের আকর্ষণ ছিল ছাত্রী দুত‍্যির ডক্যুমেন্টারি। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ‍্যমে সমাপ্তি ঘটেছে এই সুন্দর আয়োজনের।
advertisement
6/6
আসলে বিভিন্ন আর্ট ফর্মকে এক ছাদের তলায় নিয়ে আসা এবং সেগুলিকে সকলের সামনে তুলে ধরাই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য। আর স্বাভাবিক ভাবেই খামখেয়াল এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষের যৌথ উদ্যোগে এই বসন্তের সূচনা যেন এক অন্য রকম এক আবহ তৈরি করে দিয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
শান্তিনিকেতনে অভিনেত্রী অপরাজিতা ঘোষের আর্ট স্পেসে খামখেয়ালের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘Art-এ-বসন্ত’, ছিল একাধিক চমক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল