Arshiya Mukherjee : মনে আছে ভুতুকে? সে আজ কিশোরী, কেমন আছে আর্শিয়া? দেখুন ছবিতে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Arshiya Mukherjee : পরনে একটা ঢলঢলে বড় শার্ট, এলোমেলো চুল আর দুষ্টু মিষ্টি হাসি। এভাবেই ভূতের বেশে এসে দর্শকদের অবাক করত ভুতু বা আর্শিয়া মুখোপাধ্যায়।
advertisement
1/6

ছোট পর্দার সেই খুদে মিষ্টি ভূতকে মনে আছে? ভুতু ধারাবাহিকে খুদে ভূতের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিল আর্শিয়া মুখোপাধ্যায়। কেমন আছে এখন আর্শিয়া? এখন তিনি কী কাজ করছেন?
advertisement
2/6
পরনে একটা ঢলঢলে বড় শার্ট, এলোমেলো চুল আর দুষ্টু মিষ্টি হাসি। এভাবেই ভূতের বেশে এসে দর্শকদের অবাক করত ভুতু বা আর্শিয়া মুখোপাধ্যায়। নজরে এসেছিল সে পরিচালকদেরও।
advertisement
3/6
মুম্বই থেকেও এসেছিল অভিনয়ের ডাক। ভুতুর অনুকরণে হয়েছিল একটি হিন্দি ধারাবাহিক। বেশ কিছুদিন মুম্বইতে ছিল আর্শিয়া।
advertisement
4/6
তবে এখন অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছে ছোট্ট ভুতু। তবে সে আর ততটা ছোট নেই। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের নানা ছবি শেয়ার করে আর্শিয়া।
advertisement
5/6
এখন ভুতু কিশোরী। কখনও পরিবারের সঙ্গে আনন্দে কাটানো মুহূর্ত, কখনও আবার কোনও ক্যাফেতে কাটানো একান্ত মুহূর্ত। এভাবেই কাটে আর্শিয়ার দিন রাত।
advertisement
6/6
শেষ বার আর্শিয়াকে দেখা গিয়েছিল শ্রীকৃষ্ণভক্ত মীরা ধারাবাহিকে। এই ধারাবাহিকে শিশু মীরার চরিত্রে অভিনয় করেছিল সে।