TRENDING:

কাপুর পরিবারে শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই ! বাগদান সারলেন অনশুলা, আনন্দে ভাসছেন অর্জুন আর জাহ্নবী-খুশি

Last Updated:
Arjun Kapoor Gets Emotional As Anshula Gets Engaged: দীর্ঘ সময় ধরেই রোহন ঠক্করের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অনশুলা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাগদানের এই খুশির খবর ভাগ করে নিয়েছেন তিনি।
advertisement
1/7
কাপুর পরিবারে শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই ! বাগদান সারলেন অনশুলা, আনন্দে ভাসছেন অর্জুন
খুশির হাওয়া বলিউডের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারে। আসলে আনুষ্ঠানিক ভাবে বাগদান সম্পন্ন হল কাপুর পরিবারের কন্যা অনশুলার। তিনি আদতে স্বনামধন্য প্রযোজক বনি কাপুরের বড় কন্যা। অভিনেতা অর্জুন কাপুরের বোন।  দীর্ঘ সময় ধরেই রোহন ঠক্করের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অনশুলা। (Photo: Instagram)
advertisement
2/7
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাগদানের এই খুশির খবর ভাগ করে নিয়েছেন তিনি। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে একেবারে স্বপ্নের মতো ছিল অনশুলা এবং তাঁর দীর্ঘ সময়ের প্রেমিক রোহনের সেই প্রেম প্রস্তাবের মুহূর্তটি। সেই আবেগঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন বনি কাপুরের এই কন্যা। তাতে দেখা যাচ্ছে যে, ঐতিহাসিক দুর্গ সেন্ট্রাল পার্কের কাছে সুন্দর-সবুজ প্রাকৃতিক শোভার মাঝেই রীতিমতো চিরাচরিত ভঙ্গিতে অনশুলার সামনে হাঁটু মুড়ে বসে রয়েছেন রোহন। তাঁর হাতে ধরে একটি আঙটির বাক্স। অন্যদিকে অনশুলার পরনে রয়েছে একটি রঙবেরঙের ফ্লোরাল ড্রেস। (Photo: Instagram)
advertisement
3/7
রোহনের এহেন কাণ্ডে অনশুলার আনন্দও যেন বাঁধভাঙা। আর সেই আনন্দের রেশই যেন তাঁর চোখেমুখে ফুটে উঠেছে। ক্যামেরাবন্দি সেই মূহূর্ত দেখে বোঝাই যাচ্ছে যে, দুজনের মনই আনন্দে কানায় কানায় পূর্ণ। একটি মুহূর্তে আবার নিজের পিয়ার-শেপ বা ন্যাসপাতির আকৃতির হিরের আঙটি ফ্লন্ট করতে দেখা গেল অনশুলাকে। অনশুলার বাগদানের খবরে যারপরনাই উচ্ছ্বসিত ভক্তরাও। তবে বোনের জীবনের আনন্দের এই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অর্জুন কাপুর। তাঁর আবেগঘন পোস্ট রীতিমতো মন ছুঁয়েছে অনুরাগীদেরও। (Photo: Instagram)
advertisement
4/7
অনশুলার পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করে অভিনেতা লিখেছেন যে, “আমার জীবন তাঁকে চিরতরে পেয়ে গেল... তোমরা চিরকাল সুখে থাকো @anshulakapoor @rohanthakkar1511 (মা-কে আজ একটু বেশিই মিস করছি)। ভালবাসি তোমাদের।” একই সুর ঝরে পড়ল অনশুলার অভিনেত্রী বোন জাহ্নবীর কথাতেও। উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন যে, “আমার দিদির বাগদান সম্পন্ন হল। সেরার জন্য সেরা।” শুধু জাহ্নবীই নন, অনশুলার আর এক অভিনেত্রী বোন খুশি কাপুরও একটি আবেগঘন নোট লিখেছেন দিদির জন্য। (Photo: Instagram)
advertisement
5/7
খুশি জানান, “আমি তোমাদের দু’জনকেই ভালবাসি। আমার দিদি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে।” নিজের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে প্রেম সফরের কাহিনিটাও খুব সুন্দর করে তুলে ধরেছেন অনশুলা। লিখেছেন, “অ্যাপের মাধ্যমে আমাদের আলাপ হয়েছিল। কোনও এক মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল... এমনকী তখনও, এটি এমন কিছুর সূচনার মতো মনে হয়েছিল, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” (Photo: Instagram)
advertisement
6/7
আসলে রোহনের এই প্রস্তাব খুবই ভেবেচিন্তে আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। ভারতীয় সময় রাত ১টা ১৫ মিনিটেই আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দিয়েছিলেন রোহন। কারণ ঠিক এই সময়েই তাঁদের মধ্যে প্রথম চ্যাটিংও শুরু হয়েছিল। ওই সুন্দর মুহূর্তটিকে একেবারে ‘ম্যাজিক্যাল’ বলে বর্ণনা করেছেন অনশুলা। এমনকী তিনি এ-ও জানান, এটা কোনও রূপকথাকেও ছাপিয়ে যাবে। (Photo: Instagram)
advertisement
7/7
তাঁর কথায়, “সেদিন রোহন আমায় যা দিয়েছেন, সেটা আগে থেকেই ভেবে রাখা ছিল।” আর রোহনের থেকে এই প্রস্তাব পেয়ে আনন্দে চোখে জল এসে গিয়েছিল অনশুলার। হাসি-কান্না মাখা মুখে আবেগে ভেসে কোনও রকম নিজেকে সামলে নিয়ে ‘হ্যাঁ’ বলেছেন বনি-কন্যা।  অনশুলার পোস্ট আসতেই শুভেচ্ছাবার্তা কমেন্ট বক্সে উপচে পড়তে থাকে। এখন এই সুন্দর অধ্যায়কে কাপুর পরিবার কীভাবে উদযাপন করবে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। (Photo: Instagram/File Photo)
বাংলা খবর/ছবি/বিনোদন/
কাপুর পরিবারে শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই ! বাগদান সারলেন অনশুলা, আনন্দে ভাসছেন অর্জুন আর জাহ্নবী-খুশি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল