Arjun Kapoor Malaika Arora: আইফেল টাওয়ার আর অর্জুন-মালাইকা! এ কি বিয়ের ইঙ্গিত?
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

মালাইকা আরোরা আর অর্জুন কাপুরের হলিডে যাপন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সরগরম। মালদ্বীপ হোক বা প্যারিস, এই বলিযুগলের রোম্যান্টিক ট্রিপ সবসময়ই নজর কেড়েছে।
advertisement
2/5
অর্জুন কাপুরের ৩৭তম জন্মদিন। উদযাপনের জন্য অর্জুন-মালাইকা জুটি সোজা উড়ে গেলেন প্যারিসে। আইফেল টাওয়ারকে সঙ্গে রেখে অর্জুন-মালাইকা তুলেছেন সেলফিও।
advertisement
3/5
প্রেম মাখা সেলফিতে দেখা যাচ্ছে যুগলের খুশি ফুটে উঠেছে চোখে-মুখে। সেইখানে মালাইকা আঙুল দিয়ে দেখাচ্ছেন আইফেল টাওয়ার।
advertisement
4/5
মালাইকা-অর্জুন বেশ কয়েক বছর ধরেই ডেট করছেন। তাঁদের একাধিক নজরকাড়া ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
5/5
একাধিক ছবিতে তাঁদের প্রেমময় চুম্বন বুঝিয়েছে তাঁদের ভালবাসার গভীরতা।