Arjun kapoor: এ কী অবস্থা অর্জুনের! প্রথম দিনে ৩০০ টিকিটও বিক্রি হয়নি, লেডি কিলারের আয় লজ্জাজনক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Arjun kapoor: একটি ছবি মুক্তি পেল। প্রেক্ষাগৃহে এল। কিন্তু কেউ তা ঘুণাক্ষরে টেরও পেল না। অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকার অভিনীত 'লেডি কিলার'-এর বক্স অফিসের হিসেবনিকেশ তেমনই বলছে।
advertisement
1/5

একটি ছবি মুক্তি পেল। প্রেক্ষাগৃহে এল। কিন্তু কেউ তা ঘুণাক্ষরে টেরও পেল না। অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকার অভিনীত 'লেডি কিলার'-এর বক্স অফিসের হিসেবনিকেশ তেমনই বলছে।
advertisement
2/5
জানা গিয়েছে, প্রথম দিনে সারা দেশ জুড়ে ছবিটির মাত্র ২৯৩টি টিকিট বিক্রি হয়েছে। অর্জুন এবং ভূমির কেরিয়ারে এটিই তাঁদের একটি প্রথম দিনের ব্যবসার নিরিখে সর্বনিম্ন আয়।
advertisement
3/5
লাখ টাকা তো দূরের কথা। প্রথম দিনে ৫০ হাজার টাকাও আয় করতে পারেনি ছবিটি। অর্জুন এবং ভূমি অভিনীত এই ছবির প্রথম দিনের আয় মাত্র ৩৮ হাজার টাকা।
advertisement
4/5
দীর্ঘ দিন কেরিয়ারে সাফল্যের মুখ দেখেননি অর্জুন। তাঁর শেষ ছবি 'কুত্তে'ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
advertisement
5/5
এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, ছবিটির জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন। শারীরিক এনং মানসিক, দুই ভাবেই। কিন্তু তবুও সাফল্যের মুখ দেখল না অর্জুনের এই ছবি।