Arijit Singh Vishal Mishra: হেরে গিয়ে বাজিগর, রিয়ালিটি শো-তে ফ্লপ, বলিউডে সুপার-ডুপার হিট যাঁরা...
- Published by:Raima Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Arijit Singh Vishal Mishra: এমন কিছু শিল্পী রয়েছেন যাঁরা বর্তমান ভারতের প্রথম সারির প্লেব্যাক গায়ক, অথচ, রিয়েলিটি শো-তে ভাল ফল করতে পারেননি। দেখে নেওয়া যাক তাঁদের তালিকা
advertisement
1/7

সাফল্যের খতিয়ান মাপা হয় কোন হিসেবে, সেটা একমাত্র বলতে পারে সময়। কীংবদন্তী গায়ক মান্না দে নাকি কখনও আকাশবাণীর জন্য গান গাইতে পারেননি। আজকাল গায়কদের উৎকর্ষ বিচার করা হয় রিয়েলিটি শো-এর মাধ্যমে। কিন্তু বর্তমান ভারতের সেরা সেরা কিছু গায়ক রয়েছেন, যাঁরা এই রিয়েলিটি শো-তে ভাল ফল করতে পারেননি। রিয়েলিটি শো-গুলি দীর্ঘদিন ধরেই প্রতিভাধর শিল্পীদের তুলে আনার চেষ্টা করছে। এমন কিছু শিল্পী রয়েছেন যাঁরা বর্তমান ভারতের প্রথম সারির প্লেব্যাক গায়ক, অথচ, রিয়েলিটি শো-তে ভাল ফল করতে পারেননি। দেখে নেওয়া যাক তাঁদের তালিকা—
advertisement
2/7
অরিজিৎ সিং-- ‘ফেম গুরুকুল’ নাম একটি রিয়েলিটি শো-তে প্রাথমিক পর্যায়ে গান গেয়েছিলেন এই তরুণ। শেষ পর্যন্ত যেতে পারেননি। কিন্তু সেই অরিজিৎ-ই আশিকি ২-এর ‘তুম হি হো’ গেয়ে সাড়া ফেলে দিলেন গোটা দেশে।
advertisement
3/7
মোনালি ঠাকুর-- বাংলা থেকে আরও একজন। ২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এ দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিনেতা শক্তি ঠাকুরের কন্যা মোনালি। প্রথম দশের তালিকায় ছিল মোনালির নাম। তবে প্রথম হতে পারেননি। ‘রেস’ ছবিতে তাঁর গলায় ‘জারা জারা টাচ মি…’ তাঁকে এনে দেয় খ্যাতি।
advertisement
4/7
বিশাল মিশ্র-- ইন্ডিয়ান আইডল-এ মোটেও আশাব্যাঞ্জক ফল করতে পারেননি এই গায়ক। সিজন ৪ এবং সিজন ৬—দু’টিতেই তেমন দাগ কাটতে পারেননি। কিন্তু ২০১৯ সালে ‘কবির সিং’ ছবির সুপারহিট গান ‘কৈসে হুয়া’ দিয়েই নতুন করে শুরু করে সাফল্যের যাত্রা। এখন 'অ্যানিমাল' ছবির দুটি গান মাত করেছে দর্শককে।
advertisement
5/7
আশিস কৌর-- পঞ্জাবের বাসিন্দা, আশিস কৌর ইন্ডিয়ান আইডল-এর ৬ সিজনে ব্যর্থ হন। কিন্তু নিজের অধ্যবসায়ে আশিস উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। এখন তিনি অনেক ছবিতেই গান গাইছেন সাফল্যের সঙ্গে।
advertisement
6/7
জুবিন নওটিয়াল-- জুবিন নওটিয়ালের স্টারডম-ও ঠিক এই ভাবেই তাঁর জেদের পথ ধরে হেঁটেছে। ইন্ডিয়ান আইডলের ১২ তম সিজনে বিদায় নিয়েছিলেন বিফল হয়ে। ‘লুট গ্যায়ে...’-র মতো গান শ্রোতাদের মনে জায়গা করে দিয়েছে।
advertisement
7/7
নেহা কক্কর-- ইন্ডিয়ান আইডল-এর সিজন ২ থেকে বিফল হয়ে ফিরেছিলেন এই প্রতিভাধর গায়িকা। সিজন ৫-এ অবশ্য নাম তুলেছিলেন প্রথম দশে। পরে ওই শো-তেই ফিরে আসেন বিচারকের আসনে। ২০১২ সালের ছবি ‘ককটেল’-এ ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’ গানটি তাঁকে দিয়েছিল খ্যাতি।