অবসর ঘোষণা! কত পারিশ্রমিক নিতেন অরিজিৎ সিং? শিল্পীর মোট সম্পত্তি চমকে দেবে
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
বছরের পর বছর বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দেওয়ার পর, এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন মূলধারার বাইরে গিয়ে শিল্পীসত্তাকে নতুনভাবে আবিষ্কারের প্রয়াস হিসেবে। অনুরাগীরা আবেগপ্রবণ হলেও, অরিজিতের ভবিষ্যৎ সঙ্গীতযাত্রা নিয়ে আশাবাদী।
advertisement
1/10

প্লে ব্যাক ছাড়ছেন জিয়াগঞ্জ শহরের ছেলে সোমু অর্থাৎ গায়ক অরিজিৎ সিং। যা ইতিমধ্যেই ঘোষণা করে ফেসবুক ও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন খোদ অরিজিৎ সিং নিজেই। ২৯ মিলিয়ন ফলোয়ার্স আছে অরিজিৎয়ের। অরিজিতের আনুমানিক বার্ষিক আয় ৭০ কোটি টাকা। বলিউডে প্রতিটি গান গাওয়ার জন্য ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন তিনি। লাইভ পারফর্ম্যান্সের জন্য নেন, ৫০ লক্ষ থেকে ১.৫ কোটি টাকার মধ্যে। বিদেশে শো হলে টাকার অঙ্ক অনেকটাই বেশি।
advertisement
2/10
তাই অবাক করার মতো হলেও সত্যি, বহু তারকা খ্যাতির শিখরে দাঁড়িয়েই সিদ্ধান্ত নিয়েছেন আলো ঝলমলে দুনিয়া থেকে সরে যাওয়ার। কেউ চেয়েছেন ব্যক্তিগত জীবন, কেউ শিল্পীসত্তার নতুন পথ, আবার কেউ নিছকই শান্তি।
advertisement
3/10
একটি গান গাওয়ানোর জন্য রেকর্ড লেবেলগুলোর মোটা অঙ্কের পারিশ্রমিক, লাইভ শোতে স্টেডিয়াম ভর্তি দর্শক, দু’ঘণ্টার অনুষ্ঠানে কোটি টাকার রাজস্ব—সবকিছুই অরিজিৎ নামক এক মানুষের কাঁধে ভর করে চলেছে। বহু পরিচালকের কাছেই তিনি ‘লাকি চার্ম’। সিনেমায় অন্তত একটি গান তাঁকে দিয়ে গাওয়ানো চাই, এই চাপ তিনি গত পনেরো বছর ধরে বহন করে এসেছেন।
advertisement
4/10
তবে অরিজিৎ স্পষ্ট করে দিয়েছেন, তিনি সঙ্গীত থেকে অবসর নিচ্ছেন না। তাঁর কথায়, এই সিদ্ধান্তের পেছনে কোনও ক্লান্তি বা বিতর্ক নয়, বরং ব্যক্তিগত সৃজনশীলতা ও আত্মঅন্বেষণের ইচ্ছাই মূল কারণ। তিনি এখন বাণিজ্যিক চাপ থেকে সরে এসে স্বাধীনভাবে সঙ্গীত শিখতে, অন্বেষণ করতে এবং নিজের মতো করে একজন “ছোট শিল্পী” হিসেবে কাজ করতে চান। অরিজিৎ সিং কমবেশি ৪১৪ কোটি টাকার সম্পত্তির মালিক। লাইভ কনসার্ট থেকে ব্র্যান্ডের বিজ্ঞাপন, ছবির প্লেব্যাক, সহ বিভিন্ন উপায়ে তিনি উপার্জন করেন। রিপোর্ট অনুযায়ী তাঁর বার্ষিক আয় প্রায় ৭০ কোটি টাকার কাছাকাছি।
advertisement
5/10
অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের শিবতলা ঘাটের কাছে অবস্থিত দু'তলা বাড়ি ।কাছেই আছে তার স্টুডিও সহ দ্বিতল বাড়ি ।দুটি বাড়ির আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।
advertisement
6/10
এছাড়াও আজিমগঞ্জ সহ জিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় তার চাষের জমি আছে। যেখানে মাঝে মধ্যেই নৌকা করে যান অরিজিৎ সিং।
advertisement
7/10
অরিজিৎ সিং দু'টো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 'বিনতে দিল' এবং 'কেশারিয়া'র জন্য। এছাড়া ৮টি ফিল্মফেয়ার পেয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া ২০২৫ সালে পদ্মশ্রী পেয়েছেন তিনি।
advertisement
8/10
গায়কের বিশাল সম্পত্তির মধ্যে রয়েছে নবী মুম্বইয়ে ৮ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি এবং ৩.৪ কোটি টাকারও বেশি দামের বিলাসবহুল গাড়ি। সূত্রের খবর, মুম্বইয়ের বর্সোবাতেও নাকি অ্যাপার্টমেন্ট রয়েছে গায়কের।
advertisement
9/10
অরিজিতের বিলাসবহুল গাড়ির সংগ্রহে একটি রেঞ্জ রোভার, একটি হামার এইচ৩ এবং একটি মার্সিডিজ় রয়েছে। এ ছাড়াও রয়েছে বেশ কয়েকটি গাড়ি। জিয়াগঞ্জের বাড়িতে একটি অতি পরিচিত স্কুটিও রয়েছে। সেটি করেই জিয়াগঞ্জের রাস্তায় ঘুরতে দেখা যায় তাঁকে। সেই স্কুটিতে আন্তর্জাতিক শিল্পী এড শিরানকে চাপিয়েও ঘুরেছেন তিনি।
advertisement
10/10
বছরের পর বছর বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দেওয়ার পর, এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন মূলধারার বাইরে গিয়ে শিল্পীসত্তাকে নতুনভাবে আবিষ্কারের প্রয়াস হিসেবে। অনুরাগীরা আবেগপ্রবণ হলেও, অরিজিতের ভবিষ্যৎ সঙ্গীতযাত্রা নিয়ে আশাবাদী।