TRENDING:

Arijit Singh News: "আমি প্লেব্যাক ছাড়ছি কারণ"....এবার স্পষ্ট হল কেন করিয়ারের শীর্ষে এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং

Last Updated:
আপাতত তাঁর হাতে বেশ কয়েকটি প্লেব্যাকের কাজ রয়েছে৷ সেগুলো সব শেষ করবেন তিনি, জানিয়েছেন অরিজিৎ৷ এগুলো শেষ হলে আর তাঁকে প্লেব্যাকে পাওয়া যাবে না৷ এটা স্পষ্ট৷ ফলে বলিউডে যে তাঁর সুরেলা কন্ঠ শোনা যাবে না, তা তো একপ্রকার পরিষ্কার হয়ে গেছে৷ অরিজিৎ-এর এই ঘোষণার পরেই প্রতিক্রিয়ার ঝড় উঠেছে৷ তাহলে তিনিও কী বলিউডের রাজনীতির শিকার?
advertisement
1/7
"আমি প্লেব্যাক ছাড়ছি কারণ"..এবার স্পষ্ট হল কেন করিয়ারের শীর্ষে এমন সিদ্ধান্ত অরিজিতের
সিনেমার জন্য প্লেব্যাক বন্ধ করলেন অরিজিৎ সিং৷ মঙ্গলবার রাতে এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গেল৷ নিজেই প্লব্যাক না করার কথা বলেছেন অরিজিৎ৷ তিনি এখন বলিউডের এক নম্বর গায়ক৷ ফলে এমন সিদ্ধান্তে সকলেই হতবাক৷ হতাশ ভক্তরাও৷ যদিও গানের দুনিয়া থেকে অবসর নিচ্ছেন না অরিজিৎ৷ নিজের গান তিনি গেয়ে যাবেন৷ তবে প্রশ্ন উঠছে যে কেরিয়ারের শিখরে থেকে কেন এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ? সেই নিয়ে জোর চর্চা তুঙ্গে!
advertisement
2/7
আপাতত তাঁর হাতে বেশ কয়েকটি প্লেব্যাকের কাজ রয়েছে৷ সেগুলো সব শেষ করবেন তিনি, জানিয়েছেন অরিজিৎ৷ এগুলো শেষ হলে আর তাঁকে প্লেব্যাকে পাওয়া যাবে না৷ এটা স্পষ্ট৷ ফলে বলিউডে যে তাঁর সুরেলা কন্ঠ শোনা যাবে না, তা তো একপ্রকার পরিষ্কার হয়ে গেছে৷ অরিজিৎ-এর এই ঘোষণার পরেই প্রতিক্রিয়ার ঝড় উঠেছে৷ তাহলে তিনিও কী বলিউডের রাজনীতির শিকার?
advertisement
3/7
এর আগে এআর রেহমানের এই সাক্ষাৎকার ভাইরাল হয়, যেখানে তিনি বলেন যে ধর্মের ভিত্তিতে বলিউডে একটি ভাগ রয়েছে৷ যা কাজের ক্ষেত্রে প্রভাব ফেলে৷ তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে৷ তারপর তাঁর এই বক্তব্যের ব্যাখ্যাও দেন অস্কারজয়ী সুরকার৷ এর পরপর অরিজিতের এই সিদ্ধান্তে বলিউডে কাজের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ উল্লেখ্য এআর রহমনের বড় ভক্ত অরিজিৎ নিজেও৷
advertisement
4/7
অরিজিৎ সিং প্লেব্যাক গান থেকে সরে আসার কারণ কী?নিজের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে একটি ট্যুইটে অরিজিৎ নিজের মতামত প্রকাশ করেছেন৷ তাঁর এই সিদ্ধান্ত কোনও একটি কারণের জন্য নয়, সেটা জানিয়েছেন শিল্পী৷ এই পদক্ষেপটি কোনও ঝোঁকের মাথায় নেননি তিনি, বা এর পিছনে কোনও একটি নির্দিষ্ট কারণ নেই৷ তিনি লিখেছেন, "এর কেবল একটি কারণ নেই; এর একাধিক কারণ রয়েছে এবং আমি বেশ কিছুদিন ধরে এটি নিয়ে ভাবছি। অবশেষে, আমি প্রয়োজনীয় সাহস সঞ্চয় করেছি।"
advertisement
5/7
গায়ক আরও বলেন, "এর একটি কারণ খুবই স্পষ্ট, আমি দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি, যে কারণে আমি প্রায়ই আমার গান বারবার গাইতে থাকি এবং লাইভ প্রেজেন্ট করি।" এরপর তিনি যা লেখেন তা আরও আকর্ষণীয়: "তাহলে, এটাই সত্য: আমি ক্লান্ত হয়ে পড়েছি। উন্নতির জন্য আমাকে বিভিন্ন সঙ্গীত অন্বেষণ করতে হবে।"অরিজিৎ ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভার জন্য জায়গা করে নেওয়ার তার ইচ্ছার কথাও উল্লেখ করে লিখেছেন, "আরেকটি বিষয় হল নতুন গায়কদের গান শোনার জন্য আমার আগ্রহ যারা আমাকে সত্যিকার অর্থে অনুপ্রাণিত করতে পারে।"
advertisement
6/7
"সকলকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে বছরের পর বছর ধরে আপনারা আমাকে যে অপরিসীম ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে একজন প্লেব্যাক গায়ক হিসেবে আমি ভবিষ্যতে আর কোনও নতুন প্রকল্প গ্রহণ করব না। আমি এই অধ্যায়ের সমাপ্তি ঘটাচ্ছি। এটি একটি অবিশ্বাস্য যাত্রা ছিল।"
advertisement
7/7
তবে, অরিজিৎ দ্রুত ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে সঙ্গীত সর্বদা তাঁর জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে। "আমি সত্যিই আশীর্বাদ পেয়েছি। আমি সঙ্গীতের একজন ভক্ত এবং ভবিষ্যতে একজন শিল্পী হিসেবে আরও শেখার এবং স্বাধীনভাবে গান তৈরি করার দিকে মনোনিবেশ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ।"তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমার এখনও কিছু প্লেব্যাক করা বাকি রয়েছে, এবং আমি সেগুলি পূরণ করব। তাই, এই বছরও কিছু রিলিজ দেখতে পাচ্ছি। শুধু স্পষ্ট করে বলতে চাই, আমি গান তৈরি করা বন্ধ করব না।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh News: "আমি প্লেব্যাক ছাড়ছি কারণ"....এবার স্পষ্ট হল কেন করিয়ারের শীর্ষে এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল