TRENDING:

Arijit Singh News: প্লে ব্যাক আর করবেন না, 'বড়' ঘোষণার পর বাড়ি ফেরেননি অরিজিৎ সিং, 'এখানে' ছিলেন রাতভর!

Last Updated:
তাঁর কণ্ঠ ছুঁয়ে যায় মানুষের হৃদয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ তিনি সাফল্যের শিখরে। তিনি অরিজিৎ সিং। ইতি মধ্যেই প্লে ব্যাক ছাড়ছেন বলে ঘোষণা করেছেন সোমু অর্থাৎ গায়ক অরিজিৎ সিং ।
advertisement
1/5
প্লে ব্যাক আর করবেন না, 'বড়' ঘোষণার পর বাড়ি ফেরেননি অরিজিৎ সিং, 'এখানে' ছিলেন রাতভর!
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দেশ-বিদেশে তাঁর সুমধুর কণ্ঠ মানুষের মন জয় করেছে অনেকদিনই। তিনি অরিজিৎ সিং। তাঁর কণ্ঠ ছুঁয়ে যায় মানুষের হৃদয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ তিনি সাফল্যের শিখরে। তিনি অরিজিৎ সিং। ইতি মধ্যেই প্লে ব্যাক ছাড়ছেন বলে ঘোষণা করেছেন সোমু অর্থাৎ গায়ক অরিজিৎ সিং ।
advertisement
2/5
জিয়াগঞ্জের শিবতলা ঘাটের কাছেই বাড়ি অরিজিতের। আর বাড়ি থেকে ২০০ মিটার দুরে উত্তরণে অবস্থিত তাঁর স্টুডিও। সবুজ রংয়ের দুই তলা ভবন নিয়ে স্টুডিও অরিজিৎ সিংয়ের।
advertisement
3/5
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দৈনন্দিন রাতে স্টুডিও তে এসে গান করেন। রেকর্ডিং চলে তার স্টুডিওতে। ভোর পর্যন্ত গান করেন তিনি। দিনে নিয়ে থাকেন বিশ্রাম।
advertisement
4/5
অরিজিৎ সিংয়ের ছায়াসঙ্গীরা জানিয়েছেন, মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় প্লে ব্যাক থেকে অবসর গ্রহণের পরেই এই স্টুডিও বাড়িতেই ছিলেন তিনি। ভোরে ফিরে আসেন নিজের বাড়িতে।
advertisement
5/5
আগামী দিনে এই স্টুডিও থেকেই মিলবে সুরের জাদুর গান । দর্শকদের জন্য নিজেই রেকর্ডিং করে তিনি জন মানসে আনবেন। এমনকি তিনি আগামী দিনে আরও ভাল কিছু করবেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh News: প্লে ব্যাক আর করবেন না, 'বড়' ঘোষণার পর বাড়ি ফেরেননি অরিজিৎ সিং, 'এখানে' ছিলেন রাতভর!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল