TRENDING:

Kishore Kumar-Arijit Singh: কিশোরকে প্রায় ছুঁয়ে ফেললেন অরিজিৎ, ফিল্মফেয়ারের ইতিহাসে রেকর্ড ফের গড়ার মুখে বাঙালি

Last Updated:
Kishore Kumar-Arijit Singh: বর্তমানে বলিউডের প্রথম সারির গায়ক। তবে তাঁর সাফল্যের পথ মোটেই খুব মসৃণ ছিল না। অনেকগুলি ধাপ পার করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন তিনি।
advertisement
1/7
কিশোর কুমারের পথে অরিজিৎ সিং! Filmfare-র ইতিহাসে ফের রেকর্ড গড়তে চলেছে বাঙালির
অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ নামে ছোট্ট একটি শহর থেকে উঠে আসা এক প্রতিভা। বর্তমানে বলিউডের প্রথম সারির গায়ক। তবে তাঁর সাফল্যের পথ মোটেই খুব মসৃণ ছিল না। অনেকগুলি ধাপ পার করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন তিনি।
advertisement
2/7
বর্তমানে অরিজিতের ঝুলিতে অসংখ্য সফল গান। বলিউডের প্রায় সব নায়কদের জন্যই গেয়েছেন বাংলার ছেলে। পুরস্কৃতও হয়েছেন বারবার। এ বারও হলেন।
advertisement
3/7
৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা গায়কের শিরোপা পেলেন অরিজিৎ। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'-এ 'কেসারিয়া' গেয়ে এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
advertisement
4/7
এই নিয়ে মোট সাতবার ফিল্মফেয়ার জিতলেন অরিজিৎ। অতীতে 'ফির মহব্বত', 'তুম হি হো', 'এক দিল এক জান'-এর মতো গান গেয়ে এই পুরস্কার পেয়েছেন তিনি।
advertisement
5/7
সপ্তম বার অরিজিৎ এই পুরস্কার জেতার পরেই তাঁর সঙ্গে তুলনা করা হচ্ছে কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে। তাঁর ঝুলিতে ফিল্মফেয়ারের সংখ্যা আট।
advertisement
6/7
'রূপ তেরা মস্তানা', 'খাইকে পান রসওয়ালা', 'আগার তুম না হোতে'-র মতো জনপ্রিয় সব গান গেয়ে আট-আট বার সেরা গায়কের তকমা পেয়েছিলেন কিংবদন্তি শিল্পী। হিসেব করলে দেখা যাবে, আর একবার অরিজিতের ঝুলিতে এই পুরস্কার এলেই কিংবদন্তি শিল্পীর সঙ্গে তাঁর ফিল্মফেয়ারের সংখ্যা মিলে যাবে।
advertisement
7/7
এই নিয়ে ইতিমধ্যেই চারদিকে আলোচনা শুরু হয়েছে। গায়ক হিসেবে অরিজিৎ কতটা সফল, তা নতুন করে বলে দিতে হয় না। তবে অনেকেই মনে করছেন, ফিল্মফেয়ারে এই জয় তাঁকে আরও কয়েক ধাপ এগিয়ে দিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kishore Kumar-Arijit Singh: কিশোরকে প্রায় ছুঁয়ে ফেললেন অরিজিৎ, ফিল্মফেয়ারের ইতিহাসে রেকর্ড ফের গড়ার মুখে বাঙালি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল