Arijit Singh: পাড়ার পুজোতে এলাহি আয়োজন, হাতে বালতি নিয়ে খাবার পরিবেশনে ব্যস্ত অরিজিতের বাবা, ছবিতেই মুগ্ধ নেটদুনিয়া
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Arijit Singh: গায়ক অরিজিৎ সিংয়ের বাবা সুরিন্দর সিং ওরফে কাক্কা সিং কে দেখা গেল অন্য ভুমিকায়। তিনি বাড়ির কাছেই জিয়াগঞ্জের শিবতলা ঘাটে সাধারণ মানুষকে খাবার দিতে দেখা যায় । খাবার পরিবেশন করেন শিব ভক্তদের। যা দেখে সাধারণ মুগ্ধ হয়ে যান।
advertisement
1/5

জিয়াগঞ্জ: মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। পঞ্জাবি বাবা এবং বাঙালি মায়ের সন্তান তিনি। মুর্শিদাবাদের ছোট্ট শহর জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন অরিজিৎ। সেখানেই বড় হয়ে উঠেছিলেন তিনি। একটি রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করে পরিচিতি পেয়েছিলেন এই গায়ক।
advertisement
2/5
মুম্বইয়ে না থাকলেও, অধিকাংশ সময়ই জিয়াগঞ্জে থাকেন অরিজিৎ। চাইলেই সন্তানদের মুম্বইয়ের নামী স্কুলে পড়াতে পারতেন। কিন্তু তা না করে অরিজিৎ জিয়াগঞ্জের স্কুলে ভর্তি করেছেন তাঁর সন্তানদের। এলাকার উন্নয়নের জন্য নিজে প্রচুর কাজ করেন।
advertisement
3/5
এবার গায়কের বাবা সুরিন্দর সিং ওরফে কাক্কা সিং কে দেখা গেল অন্য ভুমিকায়। তিনি বাড়ির কাছেই জিয়াগঞ্জের শিবতলা ঘাটে সাধারণ মানুষকে খাবার দিতে দেখা যায় । খাবার পরিবেশন করেন শিব ভক্তদের। যা দেখে সাধারণ মুগ্ধ হয়ে যান।
advertisement
4/5
একজন গায়ক ও তার পরিবার সাদামাটা জীবন যাপন করেন। সাধারণ মানুষ কে বালতি নিয়ে খাবার দেওয়ার সময় হাঁসি মুখেই খাবার দিতে দেখা যায় গায়কের বাবাকে ।
advertisement
5/5
জিয়াগঞ্জের শিবতলা ঘাটে প্রতি বছর শিবপুজোর আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম করা হয়নি। বাড়ির কাছেই পুজোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ আর উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো।