TRENDING:

Arijit Singh concert ticket price: শহরে অরিজিতের কনসার্ট, কোথায় পাবেন টিকিট, দাম শুরু কত থেকে? সর্বোচ্চ ৭৫ হাজার!

Last Updated:
Arijit Singh concert ticket price: সবথেকে বেশি টাকার টিকিট যাঁরা টাকবেন তাঁরা বসবেন মঞ্চের একদম সামনে। দু’পাশে বসার জায়গা রাখা হয়েছে। টিকিটের দাম ৭৫ হাজার টাকা। প্রায় সব টিকিটই এখনই বিক্রি হয়ে গিয়েছে।
advertisement
1/8
শহরে অরিজিতের কনসার্ট, কোথায় পাবেন টিকিট, দাম শুরু কত থেকে? সর্বোচ্চ ৭৫ হাজার!
বিতর্কের অবসান। শহরে আসছেন অরিজিৎ সিং। কলকাতার অ্যাকোয়াটিকায় অনুষ্ঠান করবেন বলিউড গায়ক। আগামী ১৮ তারিখ তাঁর গান শুনতে যেতে পারেন আপনিও। রইল বিস্তারিত তথ্য।
advertisement
2/8
বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে তাঁর শো-এর টিকিট। সেই অনুযায়ী বসার আয়োজন অথবা দাঁড়িয়ে গান শোনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শপুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। গেট খুলবে বিকেল ৫টায়।
advertisement
3/8
সবথেকে বেশি টাকার টিকিট যাঁরা টাকবেন তাঁরা বসবেন মঞ্চের একদম সামনে। দু’পাশে বসার জায়গা রাখা হয়েছে। টিকিটের দাম ৭৫ হাজার টাকা। প্রায় সব টিকিটই এখনই বিক্রি হয়ে গিয়েছে।
advertisement
4/8
এই টিকিটে পাওয়া যাবে পছন্দ মতো সুরা। নন-অ্যালকোহলিক পানীয়ও পাওয়া যাবে। সঙ্গে রয়েছে খাবারও। একটা টিকিটে দু’জনের বসার জায়গা পাওয়া যাবে। এই দামের টিকিটের নাম ডায়ামন্ড লাউঞ্জ।
advertisement
5/8
পরের ধাপে ১২ হাজার টাকার টিকিট। সুরা এবং খাবার দাবার কিনতে হবে প্রত্যেককেই। এখানেও দু’টি ভাগ করা রয়েছে দু’পাশে। এই দামের টিকিটের নাম প্ল্যাটিনাম।
advertisement
6/8
এর পর গোল্ড। টিকিট মূল্য ১০ হাজার টাকা। খাবার এবং পানীয় কিনে খেতে পারবেন সকলে। সিংহভাগ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
advertisement
7/8
তার পরেই সিলভার প্রিমিয়াম। টিকিট মূল্য সাড়ে ৬ হাজার টাকা। এই ধাপের বসার জায়গা এখনও অনেকটাই খালি রয়েছে। কিনতে পাওয়া যাবে খাবার এবং পানীয়।
advertisement
8/8
একেবারে শেষে দাঁড়িয়ে গান শোনার জায়গা। টিকিট মূল্য সাড়ে ৩ হাজার টাকা। এখানেও খাবার কিনতে পাওয়া যাবে। কিন্তু বসার জায়গা নেই। টিকিট কাটতে পারবেন পেটিএম ইনসাইডার ওয়েবসাইটে গিয়ে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh concert ticket price: শহরে অরিজিতের কনসার্ট, কোথায় পাবেন টিকিট, দাম শুরু কত থেকে? সর্বোচ্চ ৭৫ হাজার!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল