Arijit Singh concert ticket price: শহরে অরিজিতের কনসার্ট, কোথায় পাবেন টিকিট, দাম শুরু কত থেকে? সর্বোচ্চ ৭৫ হাজার!
- Published by:Teesta Barman
Last Updated:
Arijit Singh concert ticket price: সবথেকে বেশি টাকার টিকিট যাঁরা টাকবেন তাঁরা বসবেন মঞ্চের একদম সামনে। দু’পাশে বসার জায়গা রাখা হয়েছে। টিকিটের দাম ৭৫ হাজার টাকা। প্রায় সব টিকিটই এখনই বিক্রি হয়ে গিয়েছে।
advertisement
1/8

বিতর্কের অবসান। শহরে আসছেন অরিজিৎ সিং। কলকাতার অ্যাকোয়াটিকায় অনুষ্ঠান করবেন বলিউড গায়ক। আগামী ১৮ তারিখ তাঁর গান শুনতে যেতে পারেন আপনিও। রইল বিস্তারিত তথ্য।
advertisement
2/8
বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে তাঁর শো-এর টিকিট। সেই অনুযায়ী বসার আয়োজন অথবা দাঁড়িয়ে গান শোনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শপুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। গেট খুলবে বিকেল ৫টায়।
advertisement
3/8
সবথেকে বেশি টাকার টিকিট যাঁরা টাকবেন তাঁরা বসবেন মঞ্চের একদম সামনে। দু’পাশে বসার জায়গা রাখা হয়েছে। টিকিটের দাম ৭৫ হাজার টাকা। প্রায় সব টিকিটই এখনই বিক্রি হয়ে গিয়েছে।
advertisement
4/8
এই টিকিটে পাওয়া যাবে পছন্দ মতো সুরা। নন-অ্যালকোহলিক পানীয়ও পাওয়া যাবে। সঙ্গে রয়েছে খাবারও। একটা টিকিটে দু’জনের বসার জায়গা পাওয়া যাবে। এই দামের টিকিটের নাম ডায়ামন্ড লাউঞ্জ।
advertisement
5/8
পরের ধাপে ১২ হাজার টাকার টিকিট। সুরা এবং খাবার দাবার কিনতে হবে প্রত্যেককেই। এখানেও দু’টি ভাগ করা রয়েছে দু’পাশে। এই দামের টিকিটের নাম প্ল্যাটিনাম।
advertisement
6/8
এর পর গোল্ড। টিকিট মূল্য ১০ হাজার টাকা। খাবার এবং পানীয় কিনে খেতে পারবেন সকলে। সিংহভাগ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
advertisement
7/8
তার পরেই সিলভার প্রিমিয়াম। টিকিট মূল্য সাড়ে ৬ হাজার টাকা। এই ধাপের বসার জায়গা এখনও অনেকটাই খালি রয়েছে। কিনতে পাওয়া যাবে খাবার এবং পানীয়।
advertisement
8/8
একেবারে শেষে দাঁড়িয়ে গান শোনার জায়গা। টিকিট মূল্য সাড়ে ৩ হাজার টাকা। এখানেও খাবার কিনতে পাওয়া যাবে। কিন্তু বসার জায়গা নেই। টিকিট কাটতে পারবেন পেটিএম ইনসাইডার ওয়েবসাইটে গিয়ে।