TRENDING:

Arijit Singh Concert in Siliguri: মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়কের! দেখুন ছবি

Last Updated:
Arijit Singh Concert in siliguri: গতকাল মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, নানা জায়গা থেকে প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আসছেন অরিজিতের ফ্যানরা।
advertisement
1/7
মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়কের! দেখুন
ফের বাংলায় অরিজিৎ সিংয়ের কনসার্ট। আজ শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাজো সাজো রব। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু মঞ্চে উঠবেন অরিজিৎ। কিন্তু তার আগেই হই হই কাণ্ড রেলস্টেশনে।
advertisement
2/7
গতকাল মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, পাহাড়, সিকিম, অসম, বিহার থেকেও প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আজ শিলিগুড়ি আসছেন অরিজিতের ফ্যানরা।
advertisement
3/7
শহরের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজিয়েছে পুলিশ। আইপিএলের উদ্বোধনের পর অরিজিতের শো নিয়ে প্রহর গুনছে সঙ্গীতপ্রেমীরা।
advertisement
4/7
অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্টকে ঘিরে কেবল উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্য-সহ সিকিমেও তুমুল উন্মাদনা শুরু হয়েছে। আজ ৪ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হয়েছে অরিজিতের শো।
advertisement
5/7
প্রথমে ১ এপ্রিল ওই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ইংরেজি মাধ্যমের বোর্ডের পরীক্ষা থাকায় সেই অনুষ্ঠান পিছানো হয়। ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ওই অনুষ্ঠান। সাড়ে ৩ ঘণ্টা চলার কথা রয়েছে। শিলিগুড়ির পর অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে যাবেন অরিজিৎ। সেখানে তিনটি শো করার কথা রয়েছে তাঁর।
advertisement
6/7
গ্যালারি না মেলার ফলে প্রায় ১২ হাজার দর্শক কমে গিয়েছে। যার ফলে কিছুটা হলেও টিকিটের মূল্য বাড়াতে বাধ্য হয়েছেন আয়োজকরা। তবে অনুষ্ঠানের ফলে স্টেডিয়ামের ময়দানের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকটি নিশ্চিত করা হয়েছে আয়োজকদের তরফে। ব্যবহার করা হবে মোজো ব্যারিকেড। অনুষ্ঠানের জন্য বিকেল ৫ টায় গেট খুলে দেওয়া হবে।
advertisement
7/7
অতিরিক্ত সাউন্ড সিস্টেমের জন্য খুদেদের আনতে মানা করা হয়েছে। তবে ৫ বছরের উর্ধে শিশুদের জন্য টিকিট মূল্য লাগবে। ভিন জেলা বা রাজ্য থেকে আসা দর্শক বা অনুরাগীদের জন্য এনবিএসটিসি-র সঙ্গে আলোচনা করে বাসের ব্যবস্থা করার চেষ্টাও করা হচ্ছে আয়োজকদের তরফে। সব মিলিয়ে জমজমাটি হতে চলেছে অরিজিৎ সিংয়ের কনসার্ট।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh Concert in Siliguri: মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়কের! দেখুন ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল