Arijit Singh Concert: লাইভ কনসার্ট চলছে অরিজিতের, হঠাৎ ফোন এল বাবার! ফোন ধরে গায়ক কী বললেন জানেন? অরিজিৎকে এমন কেউ দেখেননি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Arijit Singh Concert: বাংলার ছেলে এখন গোটা বিশ্বের তাবড় সঙ্গীতশিল্পীদের একজন। কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন গান গেয়ে। দেশের এক নম্বর গায়ক, তিনি অরিজিৎ সিং।
advertisement
1/9

বাংলার ছেলে এখন গোটা বিশ্বের তাবড় সঙ্গীতশিল্পীদের একজন। কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন গান গেয়ে। দেশের এক নম্বর গায়ক, তিনি অরিজিৎ সিং।
advertisement
2/9
সেই অরিজিতের একটি অদেখা দিক এবার জনসমক্ষে চলে আসায় শোরগোল পড়ে গেল।
advertisement
3/9
অরিজিৎ সিংয়ের ব্যবহারে হতবাক আট থেকে আশি সকলেই। বাবা-মা-স্ত্রী ও পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধ, সকলের নজর কাড়ে।
advertisement
4/9
এই অরিজিৎ সিং-ই এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। নিঃশব্দে এক বিরাট শিক্ষা দিয়ে গেলেন সকলকে।
advertisement
5/9
অরিজিতের বাবা একাই থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সময় পেলেই বাড়ি চলে যান। বাবাকে সময় দেন। শুধু তাই নয়, বাবাকে কাজের মধ্যেও সময় দেন বিখ্যাত গায়ক।
advertisement
6/9
সম্প্রতি তারই প্রমাণ মিলল তাঁর চণ্ডীগড়ের একটি লাইভ কনসার্টে। গান গাইতে গাইতেই বাবার ফোন আসে। ভিডিও কল। ধরেন তিনি।
advertisement
7/9
সম্প্রতি তারই প্রমাণ মিলল তাঁর চণ্ডীগড়ের একটি লাইভ কনসার্টে। গান গাইতে গাইতেই বাবার ফোন আসে। ভিডিও কল। ধরেন তিনি।
advertisement
8/9
বাবাকে দেখান সকলকে। সকলকেও ফোনের স্ক্রিন ঘুরিয়ে বাবাকে দেখান। ফোন কেটে বলেন, 'ভিডিও কলে আমার বাবা।' এই অংশটিই অনেকে রেকর্ড করেন। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
9/9
ভাইরাল ভিডিওতে বহু মানুষ কমেন্ট করে প্রশংসায় ভরিয়ে দেন। অনেকেই তাঁর থেকে শিক্ষা নেওয়ার পরামর্শও দেন। বলেন, 'আপনি যে পরিস্থিতিতে, যেখানেই থাকুন না কেন, বাবা-মায়ের ফোন উপেক্ষা করা ঠিক নয়।'