পর্দার প্রেম বাস্তবেও! লক্ষ্মীকাকিমা সুপারস্টার শেষ হতেই পাহাড়ে যুগল, রইল ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
সম্প্রতি ধারাবাহিকটি বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু স্বর্ণদীপ্ত-অর্পিতার ছবি দেখে বারবার ভক্তদের মনে পড়ে যাচ্ছে সোনা-দেবার কথা। অনস্ক্রিন জুটি পাহাড়ের ঠান্ডায় আরও যেন কাছাকাছি এলেন।
advertisement
1/6

ধারাবাহিক শেষ। কিন্তু সম্পর্ক তো নয়। মেগার স্টুডিওর সীমা ছাড়িয়ে এবার পাহাড়ে পৌঁছল অভিনেতা-অভিনেত্রীর প্রেম। বছরশেষে দলবল মিলে ঘুরে এলেন দার্জিলিং থেকে। চিনতে পারছেন পর্দার জুটি সোনা-দেবাকে?
advertisement
2/6
'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকে অপরাজিতা আঢ্যের বড় ছেলে এবং বড় বৌমা হিসেবে অভিনয় করতেন তাঁরা। এখন তাঁদের এই সফর ঘিরে নানা কথা শোনা যাচ্ছে, গুঞ্জন, রিল লাইফের জুটির প্রেম রিয়েলেও দেখা যাচ্ছে।
advertisement
3/6
স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা মণ্ডলের ইনস্টাগ্রাম জুড়ে ছবি এবং রিলে ভর্তি। যেখানে তাঁদের রসায়ন স্পষ্ট হয়ে উঠেছে বারবার। কোথাও টয়ট্রেনের সামনে, কোথাও গিয়ে কফি হাতে, কোথাও নাচে-গানে।
advertisement
4/6
সম্প্রতি ধারাবাহিকটি বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু স্বর্ণদীপ্ত-অর্পিতার ছবি দেখে বারবার ভক্তদের মনে পড়ে যাচ্ছে সোনা-দেবার কথা। অনস্ক্রিন জুটি পাহাড়ের ঠান্ডায় আরও যেন কাছাকাছি এলেন।
advertisement
5/6
এর আগেও ধারাবাহিক চলাকালীন নিয়মিত দু'জনের ছবি পোস্ট করতেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। ইনস্টাগ্রামে রিল বানিয়ে পোস্ট করতেন সোনা-দেবা।
advertisement
6/6
এবার অবশ্য অনেক বেশি ঘনিষ্ঠ ভাবে দেখা গেল তাঁদের। অর্পিতার সঙ্গে রিল ভিডিও দিয়ে স্বর্ণ লিখলেন, 'আমার মাথায় কেবল এক জন হাসিনা (সুন্দরী)-ই রয়েছে।' অর্পিতার প্রতি এভাবেই প্রেমের কথা বললেন স্বর্ণ?