AR Rahman Divorce: ঠিক পরপরই...ঘণ্টার ব্যবধানে বিচ্ছেদ ঘোষণা, রহমান-মোহিনীকে নিয়ে ফিসফাস শুরু! সুরকারের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বঙ্গতনয়া
- Published by:Ankita Tripathi
- trending-desk
Last Updated:
A R Rahman-Saira Banu Divorce আসলে অস্কার বিজয়ী এই সুরকারের টিমের বেসিস্ট মোহিনী দে-ও তাঁর স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে দাম্পত্যে ইতি টানার কথা ঘোষণা করেছেন।
advertisement
1/7

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার খবর সম্প্রতি প্রকাশ্যে এনেছেন সুরকার এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি বিবাহবিচ্ছেদের খবর সামনে এল। আসলে অস্কার বিজয়ী এই সুরকারের টিমের বেসিস্ট মোহিনী দে-ও তাঁর স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে দাম্পত্যে ইতি টানার কথা ঘোষণা করেছেন।
advertisement
2/7
আর কয়েক ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া এই দুই ঘোষণা শুনে দুইয়ে দুইয়ে চার করতে শুরু করে দেন ভক্তরা। এই দুই বিবাহবিচ্ছেদের মধ্যে আদৌ কোনও যোগ আছে কি না, সেটা নিয়েও তীব্র হচ্ছে জল্পনা।
advertisement
3/7
এই বিষয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন মোহিনী। সমস্ত গুজব নস্যাৎ করে দিয়ে তাঁদের গোপনীয়তাকে সম্মান জানানোর আর্জি জানান। নিজের দৃষ্টিভঙ্গির কথা ইনস্টাগ্রামে জানিয়ে মোহিনী লিখেছেন যে, “আমি সাক্ষাৎকারের জন্য প্রচুর পরিমাণে অনুরোধ পেয়েছি এবং আমি জানি এটা ঠিক কী নিয়ে। আমি শ্রদ্ধার সঙ্গে প্রত্যেকটা দাবি নস্যাৎ করছি। কারণ আমি বিতর্কের আগুনে ঘি ঢালতে আগ্রহী নই।” তিনি আরও বলেন যে, “আমি বিশ্বাস করি যে, গুজব বা জল্পনার পিছনে নিজের এনার্জি খরচ করার কোনও প্রয়োজন নেই। দয়া করে আমার গোপনীয়তাকে সম্মান করুন।”
advertisement
4/7
সুরকার এআর রহমান এবং সায়রা বানুর আলাদা হওয়ার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই মোহিনীর বিচ্ছেদের কথা ঘোষণা হতেই এর মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজতে থাকেন নেটিজেনরা। যদিও রহমানের লিগ্যাল টিম এই যোগসূত্র নস্যাৎ করে দেয়।
advertisement
5/7
এদিকে এই বিতর্কের যোগ্য জবাব দিয়েছেন এআর রহমানের পুত্র এআর আমিনও। এই ধরনের ভিত্তিহীন জল্পনার কড়া নিন্দাও করেছেন। ইনস্টাগ্রামে এআর আমিন একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে রহমানের সঙ্গে রয়েছে এক ছোট্ট শিশু।
advertisement
6/7
ক্যাপশনে রহমান-পুত্র লেখেন, “আমার বাবা একজন কিংবদন্তি। শুধুমাত্র তাঁর অমূল্য অবদানের জন্য নয়, সেই সঙ্গে এত বছর ধরে তিনি যে মূল্যবোধ, সম্মান এবং ভালবাসা উপার্জন করেছেন,তার জন্যও তিনি কিংবদন্তি রয়েছেন। কিন্তু মিথ্যা এবং ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে দেখে আমরা অত্যন্ত হতাশ।”
advertisement
7/7
এখানেই শেষ নয়, আমিন নিজের মা-বাবার গোপনীয়তাকে সম্মান করার জন্য সকলের কাছে আর্জি জানিয়েছেন। তাঁর বক্তব্য, “আমাদের সকলের সত্যের প্রয়োজনীয়তা মনে রাখা উচিত। আর কারও জীবন নিয়ে কথা বলার সময়ও সম্মান বজায় রাখা আবশ্যক।”