Aparna Sen Elder Daughter: কঙ্কনা তো পরিচিত, অপর্ণা সেনের বড় মেয়ে কমলিনীকে কখনও দেখেছেন? মায়ের জন্মদিনের ছবিতে এবার বড় মেয়ে ভাইরাল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Aparna Sen Elder Daughter: কে অপর্ণা সেনের বড় মেয়ে? কেমন দেখতে তাঁকে? গত কয়েকদিনে গুগলে অপর্ণা সেনের বড় মেয়ে কমলিনী চট্টোপাধ্যায়-এর ছবি খুঁজে বেরিয়েছেন অনেকেই। আপনি দেখেছেন?
advertisement
1/12

সদ্য অপর্ণা সেনের ৮০ বছরের জমকালো জন্মদিন পালন হল। বলিউড ও টলিউডের তারকাখচিত এই জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণার বড় মেয়ে কমলিনী চট্টোপাধ্যায়ও।
advertisement
2/12
কে অপর্ণা সেনের বড় মেয়ে? কেমন দেখতে তাঁকে? গত কয়েকদিনে গুগলে অপর্ণা সেনের বড় মেয়ে কমলিনী চট্টোপাধ্যায় (বিয়ের পরের পদবি)-এর ছবি খুঁজে বেরিয়েছেন অনেকেই।
advertisement
3/12
অপর্ণা সেনের জন্মদিনের বিভিন্ন ছবিতেই ধরা দিয়েছেন বড় মেয়ে কমলিনী। মূলত অপর্ণা সেনের মেয়ে বললেই সকলে অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেন শর্মার কথা ভাবেন।
advertisement
4/12
তবে অপর্ণা সেনের দুই মেয়ে। বড় মেয়ে কমলিনী ও ছোট মেয়ে কঙ্কনা।
advertisement
5/12
অপর্ণা সেনের ৮০তম জন্মদিন ধুমধাম করে সেলিব্রেট হয়েছে সম্প্রতি। গত ২৬শে অক্টোবর ছিল টলিউডের ‘রিনাদি’র জন্মদিন।
advertisement
6/12
সেই সেলিব্রেশনে সামিল হয়েছিল শাবানা আজমি, মুনমুন সেন থেকে আজকের প্রজন্মের তারকারাও। ছিলেন অপর্ণার ছোট মেয়ে কঙ্কনা এবং কঙ্কনার চর্চিত প্রেমিক আমোলও।
advertisement
7/12
তবে সবার ভিড়ে নজর কাড়লেন অপর্ণার বড় মেয়ে কমলিনী। যিনি ডোনা নামেও পরিচিত।
advertisement
8/12
রূপোলি পর্দা থেকে অনেকটা দূরে থাকা কমলিনী আমেরিকায় থাকেন। মায়ের জন্মদিনের মধ্যমণি ছিলেন তিনিও। সাদা রঙা স্লিভলেস টপ আর প্যান্টে এদিন দেখা গিয়েছে কমলিনীকে।
advertisement
9/12
অপর্ণা সেন এবং তাঁর দুই মেয়ের ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাগ করে নেন অঞ্জন দত্ত। গিটার হাতে গাইছেন অঞ্জন দত্ত, সঙ্গ দিচ্ছেন কঙ্কনা, অপর্ণা এবং কমলিনী।
advertisement
10/12
সুমন ঘোষের ডকুমেন্ট্রি 'পরমা… এ জার্নি উইথ অপর্ণা সেন'-এ মা-কে নিয়ে বিস্তরিত কথা বলেছেন কমলিনী। প্রথমবার ক্যামেরার সামনে মুখ খুলেছেন।
advertisement
11/12
ছেলে-মেয়ে নিয়ে প্রবাসে ঘরকন্না সামলাতে ব্যস্ত কমলিনী। তিনিও ষাটের দোরগোড়ায়। এদিন ছবিতে মা-মেয়েকে পাশাপাশি দেখে অনেকেই বলছেন যেন দুই বোন।
advertisement
12/12
সত্তরের দশকের গোড়ায় সঞ্জয় সেনকে বিয়ে করেছিলেন তিনি, কন্যা সন্তানের (কমলিনী) মা-ও হন। তবে টেকেনি বিয়ে। পরে মুকুল শর্মার সঙ্গে সংসার পাতেন। অপর্ণা ও মুকুল শর্মার মেয়ে কঙ্কনা।