TRENDING:

Ei Raat Tomar Amaar: বড়পর্দায় অর্পণা সেন-অঞ্জন দত্ত জুটি, উস্কে দিচ্ছে সুচিত্রা সেনের স্মৃতি

Last Updated:
Bengali Film: দুরন্ত দুই অভিনেতা। দু’জনেই দক্ষ পরিচালকও। তাঁরা এবার একসঙ্গে, অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে। তাঁদের গল্প শোনার জন্য অপেক্ষায় দর্শক
advertisement
1/5
বড়পর্দায় অর্পণা সেন-অঞ্জন দত্ত জুটি, উস্কে দিচ্ছে সুচিত্রা সেনের স্মৃতি
বড়পর্দায় অপর্ণা সেন ও অঞ্জন দত্তের জুটি৷ ছবির নাম ‘এই রাত তোমার আমার’৷ ছবির পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ৩০ অগস্ট মুক্তি পেতে চলছে এই ছবিটি। ছবির নামের মধ্যে দিয়ে কালজয়ী গানের স্মৃতি ফিরে আসছে বাঙালি দর্শকের মনে। আজ এই ছবির পোস্টার রিলিজ করল হইচই৷
advertisement
2/5
‘এই রাত তোমার আমার’ গানটি ‘দীপ জ্বেলে যাই’ ছবির৷ গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। এই গানটির সুরকার এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। ‘দ্বীপ জ্বেলে যাই’ ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen) ও বসন্ত চৌধুরী। ছবি এবং এই গান, দুটোই ছিল অত্যন্ত হিট৷ এবার আরও এক দাপুটে জুটি সেই স্মৃতি উস্কে দিতে আসছেন বড় পর্দায়৷
advertisement
3/5
অপর্ণা সেনের পরিচালনার যুগান্ত ছবিতে প্রথমবার কাজ করেছিলেন অঞ্জন দত্ত। এরপর তাদের দু’জনকে দেখা যায় সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘এক যে ছিল রাজা’-এ। সেই ছবিতে আইনজীবির চরিত্রে ছিলেন দু’জনেই। এবার তাঁরাই অন্য রূপে৷ অঞ্জন দত্ত ও অপর্ণা সেন ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
advertisement
4/5
সারা জীবন একসঙ্গে কাটানোর পরও অনেক কথা বলে হয়ে ওঠা হয় না৷ মান-অভিমান হিসেবে তা মনের মধ্যে জমতে থাকে৷ তার পর আচমকাই এমন একটা রাত আসতে পারে যাতে নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে করে। মনের সমস্ত আগল খুলে যায়। সম্ভবত এমনই এক নিশিযাপনের কাহিনি 'এই রাত তোমার আমার'।
advertisement
5/5
দুরন্ত দুই অভিনেতা। দু’জনেই দক্ষ পরিচালকও। তাঁরা এবার একসঙ্গে, অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে। তাঁদের গল্প শোনার জন্য অপেক্ষায় দর্শক৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ei Raat Tomar Amaar: বড়পর্দায় অর্পণা সেন-অঞ্জন দত্ত জুটি, উস্কে দিচ্ছে সুচিত্রা সেনের স্মৃতি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল