Aparajita Laxmi Puja: 'কোজাগরী'র লক্ষ্মী পুজো! অপরাজিতার বাড়িতে ঠাকুরের গয়না পাঠালেন মায়াপুর থেকে এই বিশেষ মানুষ
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
প্রতি বছরের মতো এবছরও লক্ষ্মীপুজোর দিন অপরাজিতা আঢ্যর বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। অন্যান্য বছরের মতো এবছরও তিনি নিজের নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে মা লক্ষ্মীকে। প্রায় ৩৭ বছরের দেবী মূর্তি পূজিত হয় তাঁর বাড়িতে।
advertisement
1/5

প্রতি বছরের মতো এবছরও লক্ষ্মীপুজোর দিন অপরাজিতা আঢ্যর বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। অন্যান্য বছরের মতো এবছরও তিনি নিজের নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে মা লক্ষ্মীকে। প্রায় ৩৭ বছরের দেবী মূর্তি পূজিত হয় তাঁর বাড়িতে।
advertisement
2/5
মা লক্ষ্মীর মূর্তির সঙ্গে নিজের ছবি স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে তিনি। নিজেও নাকে নথ, গলায় হার, কপালে বড় লাল টিপ সঙ্গে লাল পাড় হলুদ শাড়িতে সেজে উঠেছেন অভিনেত্রী।
advertisement
3/5
প্রতিবছরের মতো এবছরও তাঁদের বাড়িতে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনরা। সাত সকাল থেকেই বাড়িতে শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোড়।
advertisement
4/5
পুজোর অনেকটাই সামাল দেন অভিনেত্রীর শাশুড়ি মা। তবে পুজোর দিন শাশুড়ি মাকে নিজের হাতে সাজিয়ে দেন অভিনেত্রী।
advertisement
5/5
লক্ষ্মী পুজোয় তাঁর বাড়ির নানা মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে অপরাজিতা লেখেন, 'আমার এবছরের মা লক্ষ্মীর সাজ, পোশাক এবং গয়না মায়াপুর থেকে আমার এক বোন পাঠিয়েছেন (দেবযানি) তাঁর বাড়ি আমি কাজের সূত্রে গিয়েছিলাম, তাঁর বাড়িতে গোপাল আছে, মা এবারে চটপট করে খুব সুন্দর ভাবে সেজে নিয়েছে।"