TRENDING:

Aparajita Adhya: যাদবপুর সিগন্যালে ট্রাফিক সামলাচ্ছেন অপরাজিতা আঢ্য! নতুন ভূমিকায় নায়িকা!

Last Updated:
Aparajita Adhya: একেবারে অন্য ভূমিকায় ধরা দিলেন অপরাজিতা আঢ্য। রাস্তায় নেমে ট্রাফিক সামলাচ্ছেন তিনি। ছবি অবাক করবে
advertisement
1/5
যাদবপুর সিগন্যালে ট্রাফিক সামলাচ্ছেন অপরাজিতা আঢ্য! নতুন ভূমিকায় নায়িকা!
দক্ষিণ কলকাতার অত্যন্ত ব্যস্ততম চৌরাস্তা মোড় যাদবপুর থানা যেখানে ট্রাফিক সামলাতে প্রতিদিনই পুলিশ হিমশিম খায়। বুধবার কোথাও যেন চিত্রটা একটু বদলে গেল ভিড় রয়েছে,ট্রাফিক পুলিশ রয়েছে,কিন্তু কোথাও যেন চরিত্ররা বদলে গেছে। অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে দেখা গেল পুলিশ সার্জনের সঙ্গে ট্রাফিক সামলাচ্ছেন।
advertisement
2/5
শুধু তাই নয় যে সমস্ত বাইক চালক বিনা হেলমেটে পথে নেমেছে তাঁদের পথও আটকালেন অপরাজিতা আঢ্য এবং পথ নিরাপত্তার প্রয়োজনীয়তা কি সেটাও বোঝালেন। কারণ, তাঁর ছবি “কলকাতা চলন্তিকা”য় পুলিশের ভূমিকায় দেখা যাবে অপরাজিতাকে।
advertisement
3/5
শুক্রবার মুক্তি পাচ্ছে “চলন্তিকা কলকাতা” তারই অভিনব প্রচারে বুধবার সকালে যাদবপুর থানায় দেখা মিলল অপরাজিতা আঢ্যর। তাঁকে দেখে হতবাক পথচারীরা। বুধবার ঝিরঝির বৃষ্টির মধ্যেই সাদা সালোয়ার কামিজ ও কালো ওড়না পড়ে নিজের মেজাজে ট্রাফিক সামলালেন ছোট পর্দার লক্ষ্মী কাকিমা। লাইসেন্স পরীক্ষা করছেন এবং কারো মাথায় হেলমেট না থাকলে বুকুনিও দিচ্ছেন। তখন তিনি একেবারে কলকাতা চলন্তিকার দেবীদি।
advertisement
4/5
অপরাজিতার কথায়, কলকাতা "পুলিশ কে নিয়ে খুব গর্ব হয়। ওনাদের কাজ, পরিশ্রম, নিষ্ঠা নিয়ে ভালো লাগে। আজ এই প্রোমোশনে এসে বুঝতে পারছি ওনারা কতটা কোওপারেটিভ। অনেকে পুলিশকে খারাপ কথা বলে, তবে এক দুজনের জন্য সবাইকে খারাপ বলা খুব খারাপ। খুব ভাল লাগছে আজ যাদবপুর থানাতে এসে।"
advertisement
5/5
ছয় বছর আগে হঠাৎ করে থমকে গিয়েছিল তিলোত্তমা কলকাতা। একটা ভেঙে পড়া উড়ালপুল অনেক টুকরো দৃশ্যকে চোখের সামনে তুলে ধরেছিল এবার সে সমস্ত টুকরো টুকরো ছবি আঁকা হয়েছে কলকাতা চলন্তিকার ক্যানভাসে পরিচালক পাভেল পোস্তা উড়াল পুলের সঙ্গে জড়িয়ে থাকা অজস্র মানুষের দৈনন্দিন জীবনের ছোট বড় ঘটনা! যা তুলে ধরছেন এই ছবিতে। সেই বিপর্যয়ের আগের এবং পরের সব মুহূর্ত ধরা দেবে কলকাতা চলন্তিকায় আগামী শুক্রবার সিনেমা হলে মুক্তি পাচ্ছে আবার চলন্তিকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aparajita Adhya: যাদবপুর সিগন্যালে ট্রাফিক সামলাচ্ছেন অপরাজিতা আঢ্য! নতুন ভূমিকায় নায়িকা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল