Anushka Sharma : দ্বিতীয় বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা? ছবি ভাইরাল হতেই ফের জল্পনা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Anushka Sharma : মুম্বই এর হাসপাতালে স্বামী বিরাট কোহলিকে নিয়ে গিয়েছিলেন অনুষ্কা। তখনই তাঁদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।
advertisement
1/6

অভিনেত্রী অনুষ্কা শর্মা কি ফের মা হতে চলেছেন? সম্প্রতি এই জল্পনা শুরু হয়েছে মুম্বইয়ের টিনসেল টাউন ধরে। কারণ এর মধ্যে মুম্বই এর হাসপাতালে স্বামী বিরাট কোহলিকে নিয়ে গিয়েছিলেন অনুষ্কা। তখনই তাঁদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।
advertisement
2/6
এখান থেকেই জল্পনার সূত্রপাত। নেটিজেন এই ছবি দেখে ধরেই নেয়, অনুষ্কা নিশ্চয়ই দ্বিতীয় বার মা হতে চলেছেন। আর তাই তড়িঘড়ি এসেছেন হাসপাতালে। কিন্তু সত্যিই কি তাই? নাকি অন্য কোনও কারণ?
advertisement
3/6
জানা যাচ্ছে, মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে অন্য এক কারণে গিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। তিনি অন্তঃসত্ত্বা নন। এক ফিজিও থেরাপিস্টের পরামর্শ নিতে গিয়েছিলেন বিরাট ঘরনী।
advertisement
4/6
মঙ্গলবার হাসপাতালের বাইরে দেখা যায় অনুষ্কা ও বিরাটকে। আর তখনই ক্য়ামেরাবন্দি হন তারকা দম্পতি। নেটিজেনরা প্রশ্ন তোলেন, 'তবে বিরুষ্কা এবার দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন?'
advertisement
5/6
তবে বিরাট বা অনুষ্কার তরফ থেকে এখনও কিছুই ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, বিরাট অনুষ্কা সম্প্রতি তাঁদের একমাত্র মেয়ে ভামিকাকে নিয়ে ছুটি কাটিয়ে এলেন।
advertisement
6/6
কাজের দিক থেকে এই মুহূর্তে চাকদা এক্সপ্রেস নিয়ে ব্যস্ত অনুষ্কা। ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অনুষ্কাকে দেখা যাবে এই ছবিতে।