Anushka Sharma-Virat Kohli : বিরাটকে কতটা ভরসা করেন অনুষ্কা? কেমন চলছে সংসার ! বিবাহবার্ষিকীতে জানালেন অনুষ্কা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Anushka Sharma-Virat Kohli: বিরাট আর ভমিকাকে নিয়ে এখন ব্যস্ত অনুষ্কা। তার মধ্যেই নিজের প্রেম, সম্পর্ক ও ভালবাসার কথা জানালেন নায়িকা! চার বছর কেটে গেল তাঁদের বিয়ের!
advertisement
1/9

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। একজন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। আর অন্যজন ভারতীয় ক্রিকেটের মধ্যমণি। এই জুটি সকলের খুব পছন্দের। নানা সময়ে ভালবাসায় একে অপরকে ভরিয়ে রেখেছেন তাঁরা। photo source Instagram
advertisement
2/9
অনুষ্কা ও বিরাট এখন বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন মেয়ে ভমিকাকে নিয়ে। ছোট্ট মেয়ের সঙ্গেই এখন এক সুতোয় বাঁধা তাঁদের জীবন। মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই পোস্ট করতে দেখা যায় অনুষ্কাকে। photo source Instagram
advertisement
3/9
তবে বিরাট-অনুষ্কার প্রেম যেন অমর। সম্প্রতি অনুষ্কা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন যা দেখে চোখে জল এসেছে ভক্তদের। অনুষ্কা লিখেছেন, " এখানে কোনও সহজ পথ নেই, ঘরের শর্টকাট কিছু নেই। তোমার প্রিয় শব্দ ও গানের সঙ্গে তোমাকে সব সময় বাঁচতে হবে। এই বাড়ি শব্দটাই সম্পর্ককে শক্ত করে ধরে রাখে। ভালবাসা মানুষকে শক্ত করে , লড়াই করার শক্তি দেয়, পৃথিবী তোমার সম্পর্কে যাই ভাবুক না কেন।" photo source Instagram
advertisement
4/9
অনুষ্কা বিরাটকে ধন্যবাদ জানিয়ে আরও লেখেন, " তোমায় ধন্যবাদ।আমার যখন ইনস্পিরেশনের দরকার হয়েছে, তুমিই দিয়েছ। আমি যা বলেছি সব মন দিয়ে শুনেছ। তোমার মন, মাথা সবটা আমায় দিয়েছো।" photo source Instagram
advertisement
5/9
এছাড়াও তিনি লেখেন, "বিয়ে তখনই টিকবে যখন স্বামী-স্ত্রী দু'জনে সমান দায়িত্ব পালন করবে। এবং বিয়েতে যখন দু'জনেই সুরক্ষিত মনে করবে, কেবলমাত্র তখনই সফল বিয়ে।" photo source Instagram
advertisement
6/9
অনুষ্কা এই পোস্টেই লেখেন, "তুমি এই পৃথিবীর সব থেকে ভরসা যোগ্য মানুষ। আমার দেখা সব থেকে ভরসার মানুষ তুমি। "photo source Instagram
advertisement
7/9
তিনি লেখেন, "আমি আগেও বলেছি, আমি ভাগ্যবতী। আমার মতো যারা তোমাকে সত্যিই চেনে তাঁরা সকলেই ভাগ্যবান।"photo source Instagram
advertisement
8/9
অনুষ্কা লেখেন, "সব সাফল্যের পিছনে যে মানুষটা আছে তাঁর মন সত্যিই স্বচ্ছ। ভালবাসা, সততা, এবং সম্পর্কের স্বচ্ছতা আমাদের সব সময় আগে নিয়ে যাবে।" photo source Instagram
advertisement
9/9
এর পর ভালবাসার কথা লেখেন, আমি ভালবাসি যা আছে আমাদের মধ্যে।" এই পোস্ট করে অনুষ্কা শর্মা তাঁর ও বিরাটের সম্পর্কের প্রেম, স্বচ্ছতা, সংসারের গল্প ফুটিয়ে তুলেছেন। অনুষ্কা ও বিরাট যেন একে-অপরের জন্যই তৈরি। তা ধরা পড়েছে অনুষ্কার লেখা ও শেয়ার করা প্রতিটি ছবিতে। photo source Instagram