ময়দানে রোদে পুড়ে বল করলেন অনুষ্কা, ঝালমুড়ি চেখে দেখলেন পর্দার 'ঝুলন', নতুন ছবি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
anushka sharma in taltala: শুক্রবার এবং শনিবার আরও একটি পর্বের শ্যুট হল কলকাতায়। এবার তালতলা মাঠ, অর্থাৎ ময়দানের শ্যুটিংয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
advertisement
1/6

ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীচিত্র 'চাকদহ এক্সপ্রেস'-এ অনুষ্কা শর্মার 'লুক' নিয়ে ইতিমধ্যেই বাংলায় সাড়া পড়ে গিয়েছে। কলকাতা, হাওড়ায় ক্রিকেট ম্যাচের শ্যুট করছেন ক্রিকেটার-পত্নী।
advertisement
2/6
গত সোমবার ইডেনে সন্ধেয় ভারত-পাকিস্তানের ম্যাচের শ্যুট করা হয়েছিল। দু'দেশের জার্সি পরেই খেললেন শিল্পীরা। অনুষ্কা পরেছিলেন ঝুলনের নাম লেখা ২৫ নম্বর জার্সি। হাই কোর্ট প্রান্ত থেকে তাঁকে বল নিয়ে ছুটে আসতে দেখা গিয়েছিল।
advertisement
3/6
তার পরে তিনি বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার আন্দুলে আরও একটি খেলার দৃশ্য শ্যুট করেন। আন্দুল রাজবাড়ির সামনে রাজ-মাঠে ব্যাট হাতে দেখা গিয়েছিল বিরাট কোহলির স্ত্রীকে।
advertisement
4/6
কোথাও ব্যাট হাতে, কোথাও বা তিনি বল হাতে ঝুলন-রূপে। প্রথমে আন্দুল রেল লাইন অর্থাৎ কেবিন ধারে শ্যুটিংপর্ব চলে৷ সেখান শ্যুটিং শেষ করে আন্দুল রাজ-মাঠে শুরু হয় কাজ। চাকদহে ছোটবেলায় যে মাঠে ঝুলন খেলাধুলো করতেন, সেই রকমই সেট তৈরি করা হল আন্দুলে।
advertisement
5/6
শুক্রবার এবং শনিবার আরও একটি পর্বের শ্যুট হল কলকাতায়। এবার তালতলা মাঠ, অর্থাৎ ময়দানের শ্যুটিংয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যেই সময়ে ঝুলনের উত্থান শুরু, চাকদহ থেকে কলকাতায় আসা, সেই সময়ের ছবি তুলে ধরার জন্য ময়দানে শ্যুট করলেন অনুষ্কা।
advertisement
6/6
সাদা জার্সি পরে রয়েছেন অনুষ্কা। বল হাতে ক্রিকেট পারদর্শীর মতোই খেললেন তিনি। শ্যুটিংয়ের ফাঁকে ময়দানের রোদে পুড়তে পুড়তে ঝালমুড়িও চেখে দেখলেন বিরাটপত্নী।