Anushka Sharma-Virat Kohli: বিরাটের রেকর্ডভাঙা সেঞ্চুরিতে চোখে জল অনুষ্কার! স্ত্রীকে চুমু ছুড়ে দিলেন ক্রিকেটার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Anushka Sharma-Virat Kohli: গ্যালারিতে ঝলমলে হাসি নিয়ে দাঁড়িয়ে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। ফ্লোরাল জামা, ঢলা হাতায় অপরূপ দেখাচ্ছে তাঁকে। স্বামীর পারফরম্যান্সে গর্বের হাসি অনুষ্কার মুখে।
advertisement
1/6

সচিন তেন্ডুলকরের একের পর এক মহারেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। ওয়াংখেড়েতে বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের খেলাতে এদিন কোহলির জন্য উঠে দাঁড়াল গোটা গ্যালারি। একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫০।
advertisement
2/6
গ্যালারিতে ঝলমলে হাসি নিয়ে দাঁড়িয়ে কোহলির স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ফ্লোরাল জামা, ঢলা হাতায় অপরূপ দেখাচ্ছে তাঁকে। স্বামীর পারফরম্যান্সে গর্বের হাসি অনুষ্কার মুখে।
advertisement
3/6
উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে স্বামীর রেকর্ড ভাঙা সেঞ্চুরি পালন করলেন অনুষ্কা। ছুড়ে দিলেন একের পর এক চুমু। খানিক পরেই স্ত্রীর দিকে ফ্লায়িং কিস দিলেন বিরাটও।
advertisement
4/6
তারপর গোটা গ্যালারির দিকে ব্যাট উঁচিয়ে সম্ভাষণ করলেন। ওদিকে সচিনও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানালেন বিরাটকে।
advertisement
5/6
গ্যালারিতে দেখা গেল, অনুষ্কার চোখে জল। স্বামীর এই প্রাপ্তিতে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না নায়িকা। বিরাটের পর সুন্দরীর দিকেই দর্শকদের নজর।
advertisement
6/6
প্রসঙ্গত, গুঞ্জন রটেছে, অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছেন। সম্প্রতি দিওয়ালি সেলিব্রেশনের ছবি ও ভিডিওতে দেখা গিয়েছিল, ঢলা জামায় েববি বাম্প লোকানোর চেষ্টা করছিলেন তিনি। এদিনও অনুষ্কার প্রেগন্যান্সি গ্লো চোখে পড়ছে সকলের৷