TRENDING:

ভামিকাকে নিয়ে গঙ্গাদর্শনে অনুষ্কা, প্যারামাউন্টের সরবত ছাড়া আর কী খেলেন কলকাতায়, রইল তার ছবি

Last Updated:
Anushka Sharma in Kolkata: দিওয়ালি কেটেছে কলকাতাতেই। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা নিয়ন গ্রিন রঙের শাড়িতে সেজেছিলেন তিনি।
advertisement
1/8
ভামিকাকে নিয়ে গঙ্গাদর্শনে অনুষ্কা, প্যারামাউন্টের সরবত ছাড়া আর কী খেলেন কলকাতায়
কলকাতার কাজ মিটল অনুষ্কা শর্মার। কন্যা ভামিকার সঙ্গে একটানা বাংলার রাজধানীতে সময় কাটালেন বিরাট কোহলি পত্নী। ঝুলন গোস্বামীর জীবনীচিত্র 'চাকদহ এক্সপ্রেস'-এর শ্যুটিংয়ে এসে কলকাতা চষে ফেললেন বলি তারকা। আর সফরের শেষ সে সব ছবিই পোস্ট করলেন ইনস্টাগ্রামে।
advertisement
2/8
এর আগে কখনও ইডেনে, কখনও ময়দানে, কখনও আবার আন্দুল স্টেশনের পাশে ব্যাট, বল হাতে ঝুলনরূপী অনুষ্কাকে শ্যুট করতে দেখা গিয়েছে। তখনও রাস্তার ঝালমুড়ি খেয়ে আনন্দে পেট ভরিয়েছেন পাঞ্জাবি কন্যা।
advertisement
3/8
দিওয়ালি কেটেছে কলকাতাতেই। তাই ব্যস্ততার মাঝেও কলকাতার পাঁচ তারা হোটেলের পার্টিতে অনুষ্কাকে দেখা গিয়েছিল একেবারে অন্য মুডে। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা নিয়ন গ্রিন রঙের শাড়িতে সেজেছিলেন তিনি।
advertisement
4/8
এবারে তাঁর পোস্ট করা ছবিতে দেখা গেল, 'সিটি অফ জয়'-এর প্রাণকেন্দ্রগুলিতেও সময় কাটিয়েছেন তিনি। মেয়েকেও সেই আনন্দ থেকে বঞ্চিত করেননি। কখনও চলে গিয়েছেন কালীঘাট মন্দিরে পুজো দিতে, কখনও আবার বেলুড়মঠে গঙ্গার হাওয়া খেয়ে এসেছেন তিনি।
advertisement
5/8
কলেজ স্ট্রিটের প্যারামাউন্টের সরবত খেয়ে মন জুড়িয়ে গিয়েছে তাঁর। হোটেল ঘরে সেই সরবতের ছবি তুলেছিলেন অনুষ্কা। গোলাপি, খয়েরি, সাদা রঙের বিভিন্ন পানীয় খেলেন তাঁরা।
advertisement
6/8
আলিয়া রেস্তরাঁর ফিরনি খেয়েছেন অনুষ্কা। এছাড়া বলওয়ান্ত সিং ধাবার মালাই চা সহযোগে সিঙাড়াও চেখে দেখেছেন বিরাটপত্নী। ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে।
advertisement
7/8
কলকাতার বিখ্যাত মোদকদের হাতের ম্যাজিকের স্বাদ পেয়েছেন অনুষ্কা। মিঠাইয়ের বেকড এবং সাধারণ রসগোল্লা এবং গিরিশচন্দ্র দে-র মালাই রোলে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।
advertisement
8/8
কেবল মিঠেমুখ নয়, ডায়েটের দফারফা হয়েছে নোনতা দিয়েও। পুঁটিরামের কচুরি আর আলুর তরকারির ছবি দেখে সে কথা স্পষ্ট। বাঙালি তনয়া মৌনী রায় নিজের শহরের খাবারের তালিকা দেখে মহা আনন্দ পেয়েছেন। আর তা প্রকাশ করলেন অনুষ্কার ছবির তলায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ভামিকাকে নিয়ে গঙ্গাদর্শনে অনুষ্কা, প্যারামাউন্টের সরবত ছাড়া আর কী খেলেন কলকাতায়, রইল তার ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল