Wedding Lehenga: লাল নয়, বিয়েতে অন্য রঙের লেহেঙ্গায় বাজিমাত করেছেন এই সেলিব্রিটিরা! দেখুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
নিজের জীবনের বিশেষ দিনে কেমন রঙের লেহেঙ্গা পরবেন মিলিয়ে নিন হবু কনেরা। (Wedding Lehenga)
advertisement
1/11

বিয়ের পোশাক মানেই কি লাল রঙের হতে হবে? একেবারেই নয়। লালের রীতি ভেঙে অনেকেই বিয়ের দিন অন্য রংকে বেছে নেন (Wedding Lehenga)। এবং সেই তালিকায় রয়েছেন একাধিক সেলেবও। যাঁরা বিয়েতে লেহেঙ্গা পরতে চান, তাঁদের জন্যও কাজে আসবে এই প্রতিবেদন গ্যালারি (Wedding Lehenga)। নিজের জীবনের বিশেষ দিেন কেমন রঙের লেহেঙ্গা পরবেন মিলিয়ে নিন হবু কনেরা। (Wedding Lehenga)
advertisement
2/11
কয়েকদিন আগেই বিয়ে করলেন আদিত্য শীল ও অনুষ্কা রঞ্জন। অনুষ্কা নিজের বিয়ের লেহেঙ্গা পরেছিলেন হাল্কা বেগুনি রঙের।
advertisement
3/11
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির বিয়েতে পোশার ডিজাইন করেছিলেন সব্যসাচী। অনুষ্কা পরেছিলেন প্যাস্টেল শেডের ফুল প্রিন্টের গোলাপি লেহেঙ্গা।
advertisement
4/11
নেহা কক্কড় পরেছিলেন হাল্কা গোলাপি শেডের লেহেঙ্গা।
advertisement
5/11
করিনা কাপুর খান পরেছিলেন কমলা ও সোনালি পারের শারারা।
advertisement
6/11
নেহা ধুপিয়া একেবারেই সাদামাটা গোলাপি লেহেঙ্গা পরেছিলেন।
advertisement
7/11
অমৃতা পুরী পরেছিলেন সোনালি এম্ব্রয়ডারি করা লেহেঙ্গা।
advertisement
8/11
সোহা আলি খান পরেছিলেন ঘিয়ে ও কমলা শেডের লেহেঙ্গা।
advertisement
9/11
আসিন পরেছিলেন হাল্কা লাল রঙের পারের সোনালি লেহেঙ্গা।
advertisement
10/11
নাতাশা দালাল পরেছেন সোনালি ও রুপোলি মেশানো লেহেঙ্গা।
advertisement
11/11
মীরা রাজপুত পরেছেন হাল্কা গোলাপি রঙের লেহেঙ্গা।