Anurag Kashyap on Rocky aur Rani ki Prem Kahani: 'রকি অউর রানি...' দেখতে বসে এ কী হল অনুরাগের! নিজেই খোলসা করলেন পরিচালক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anurag Kashyap on Rocky aur Rani ki Prem Kahani: নিজে বেশিরভাগ সময়ে অ্যাকশন-ক্রাইম বা থ্রিলারধর্মী ছবি করলেও করণের রকি আর রানির আখ্যান পর্দায় চাক্ষুষ করে মুগ্ধ অনুরাগ কশ্যপ। ছবিটি দেখে তাঁর ভাল লাগার কথা নেটমাধ্যমে জানিয়েছেন পরিচালক।
advertisement
1/5

বক্স অফিসে ঝড় তুলেছে 'রকি অউর রানি কি প্রেম কহানি'। সাত বছর পর এই ছবির হাত ধরেই পরিচালনায় ফেরেন করণ জোহর। আলিয়া ভাট এবং রণবীর সিংকে মুখ্য ভূমিকায় রেখে গল্প বোনেন তিনি।
advertisement
2/5
নিজে বেশিরভাগ সময়ে অ্যাকশন-ক্রাইম বা থ্রিলারধর্মী ছবি করলেও করণের রকি আর রানির আখ্যান পর্দায় চাক্ষুষ করে মুগ্ধ অনুরাগ কশ্যপ। ছবিটি দেখে তাঁর ভাল লাগার কথা নেটমাধ্যমে জানিয়েছেন পরিচালক। কী কী ভাল লেগেছে, তারও পুঙ্খানুপুঙ্খ উদাহরণ দিয়েছেন।
advertisement
3/5
অনুরাগের মতে, এ যাবৎ 'রকি অউর রানি...' করণের শ্রেষ্ঠ ছবি। আলিয়া-রণবীরের রসায়নে মুগ্ধ পরিচালক। ছবির অন্যান্য তারকাদের সঙ্গেই তাঁর প্রশংসা পেয়েছেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
advertisement
4/5
করণের ছবিটি দেখতে বসে একাধিক আবেগ অনুভব করেছেন অনুরাগ। তিনি লিখেছেন, 'এই ছবি দেখে প্রচুর বিনোদন পেয়েছি। হেসেছি, কেঁদেছি। দু'বার দেখেছি ছবিটি। এই ধরনের মেইনস্ট্রিম হিন্দি ছবি বহু দিন মিস করছিলাম।'
advertisement
5/5
এখানেই শেষ নয়। অনুরাগ জানিয়েছেন, এটি করণের তৈরি দ্বিতীয় এমন ছবি যা তিনি টিকিট কেটে দেখেছেন। তা-ও একবার নয়, দু'বার। সব মিলিয়ে রকি আর রানিতে মুগ্ধ অনুরাগ।