TRENDING:

Anupam Roy: বিষাদ সুর, ধূসর স্মৃতি 'সব' ভুলে...! 'সম্পর্কের' ১৩ বছরে গভীর অনুপম! সোশ্যাল পোস্টে এ কোন ইঙ্গিত?

Last Updated:
Anupam Roy: দশদিন আগেই প্রাক্তন স্ত্রী পিয়া সই সাবুদ করে হাত ধরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া নানা মন্তব্য, কানাঘুষো, জল্পনা চলতেই থাকে। কিন্তু এই নিয়ে নিজে স্পষ্ট কিছুই বলেননি সংগীতশিল্পী তথা গীতিকার অনুপম রায়। অবশেষে ১০ দিন পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ঝলমলে হাসিমুখ নিয়ে হাজির শিল্পী।
advertisement
1/11
বিষাদ সুর, ধূসর স্মৃতি 'সব' ভুলে! 'সম্পর্কের' ১৩ বছরে গভীর অনুপম! এ কোন ইঙ্গিত?
একসময়ের সফর 'সঙ্গিনী' সঙ্গ ছেড়েছিলেন আগেই। হাত ধরেছেন 'পরম' প্রিয়বন্ধুর। ঠিক দশদিন আগেই প্রাক্তন স্ত্রী পিয়া সই সাবুদ করে হাত ধরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের।
advertisement
2/11
গত ২৭ নভেম্বর তাঁদের বিয়ের খবরে হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া নানা মন্তব্য, কানাঘুষো, জল্পনা চলতেই থাকে। কিন্তু এই নিয়ে নিজে স্পষ্ট কিছুই বলেননি সংগীতশিল্পী তথা গীতিকার অনুপম রায়। অবশেষে ১০ দিন পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ঝলমলে হাসিমুখ নিয়ে হাজির শিল্পী।
advertisement
3/11
এর আগে গত কয়েকদিনে পরিবারের সঙ্গে বেড়ানোর ছবি, পুরোনো অনুষ্ঠানের ছবি অথবা বিদেশের মাটিতে অবসর যাপনের টুকরো কোলাজ শেয়ার করলেও কোথায় যেন ম্রিয়মান ছিল অনুপম রায়ের প্রতিটি পোস্ট। কোথাও যেন ফল্গুধারার মতো বয়ে যাচ্ছিল অনুভূতিপ্রবণ এক শিল্পীর 'বিষাদ সুর'।
advertisement
4/11
তবে আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই প্রিয়বন্ধুর কথা বললেন সোচ্চারে। অটুট এক ১৩ বছরের সম্পর্কের স্মৃতিতে ভাসলেন সেই প্রিয়বন্ধুর হাত ধরেই?
advertisement
5/11
১৩ বছর আগে লেখক পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অনুপম রায়। জুটির প্রয়াসে অটোগ্রাফ জন্ম নিয়েছিল। ছবির মতোই সুর চমকে দিয়েছিল বিনোদন জগৎকে। এরপর একের পর এক এসেছে হেমলক সোসাইটি, বাইশে শ্রাবণ, উমা।
advertisement
6/11
গতকাল সৃজিতের সর্বশেষ ছবি 'দশম অবতার' এর সাকসেস পার্টিতেই সহাস্যে বন্ধুর হাত ধরে ঘোষণা করলে বন্ধুত্বের ১৩ বছরের বার্ষিকী। দুই বন্ধুর ভালবাসার, বোঝাপড়ার সম্পর্কের ১৩ বছরের এক ঝলমলে মুহূর্ত। আর এই সমঝোতা, বিশ্বাস, ভালোবাসার সম্পর্কে আগামী দিনে আরও আরও বছর এগিয়ে যাওয়ার কথাও দিলেন শিল্পী।
advertisement
7/11
এদিন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি দশম অবতারের সাফল্য উদযাপনের পার্টিতে ছিল চাঁদের হাট। সৃজিতের পড়েন ছিল অনুপমের গাওয়া ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়ে ফেলা গান, 'আমি সেই মানুষটা আর নেই।' সেলফিতে, ছবির ফ্রেমে বার বার এদিন হাসিমুখে ধরা দিলেন অনুপম।
advertisement
8/11
ছবি দেখে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন নেটনাগরিকরাও। অনুপম অনুরাগীদের একের পর এক অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় প্রিয় শিল্পীকে আবারও আগের মতো পাওয়ার ইচ্ছে বার বারই উঁকি দিয়ে গেল। শিল্পী নিজেও সম্ভবত সেই আশ্বাসই দিয়েছেন তাঁর ফ্যানেদের। মুঠো করা হাত সেই অঙ্গীকারই দিচ্ছিল যেন।
advertisement
9/11
শুধু তাঁর হাসির পিছনে কোনও বিষাদ কী লুকিয়ে ছিল? আট বছর আগে ৬ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন অনুপম রায় ও তাঁর বান্ধবী পিয়া চক্রবর্তী। কাকতালীয়ভাবে সত্যি এটাই যে পিয়া অনুপম সম্পর্ক টিঁকে থাকলে গতকালই হত তাঁদের বিবাহিত জীবনের অষ্টম বিবাহবার্ষিকী। সস্পর্ক ছেড়ে অন্যের হাত ধরেছেন কাছের মানুষ।
advertisement
10/11
বিষাদ হয়তো আছে, তবে একইসঙ্গে বন্ধুত্ব, শিল্প, গান, ভালোবাসা নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও যেন কোথাও তাঁর প্রিয় অনুরাগীদের দিয়ে যেতে চাইলেন অনুপম রায়। অস্ফুটে হয়তো বলে গেলেন, "যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক....সব পেলে নষ্ট জীবন.....!
advertisement
11/11
"তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়....কিছু সন্ধে গুড়ো হওয়া কাচের মতো.... যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও... দূরবীনে চোখ রাখবো না... না না না না না না না না"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Anupam Roy: বিষাদ সুর, ধূসর স্মৃতি 'সব' ভুলে...! 'সম্পর্কের' ১৩ বছরে গভীর অনুপম! সোশ্যাল পোস্টে এ কোন ইঙ্গিত?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল