Anupam Roy-Piya Chakraborty: কথা অসম্পূর্ণ রয়ে গেল... অনুপমের নতুন পোস্টে বিরহের ছাপ, পিয়ার কথা মনে করে চোখে জল ভক্তদের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Anupam Roy-Piya Chakraborty: গতকাল ইনস্টাগ্রামে নিজের পুরনো একটি হিন্দি গানের পোস্টার শেয়ার করেছেন অনুপম। তিনটি ছবি পরপর। যেখানে একটি গল্প চোখে পড়ছে। এক যুগলের গল্প যেন।
advertisement
1/8

২৭ নভেম্বর আইনি মতে সই করে বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। পেরিয়ে গিয়েছে ১০ দিন। তার পরেও টলিপাড়ায় নতুন দম্পতিকে নিয়ে চর্চার শেষ নেই। এখনও তাঁদের দিকেই চোখ নেটিজেনদের।
advertisement
2/8
অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরমব্রতর বিয়ে নিয়ে দু’ভাগে বিভক্ত হয়েছে নেটপাড়া। কেউ শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করছেন পরম-পিয়াকে, কেউ আবার দুষছেন তাঁদের। অনুপম-ভক্তরা এখনও গায়কের সোশ্যাল মিডিয়ার পোস্টে সমবেদনা জানাচ্ছেন তাঁকে।
advertisement
3/8
ডিভোর্সের ২ বছর যেতে না যেতেই পরমব্রতর সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘটনাটি মেনে নিতে পারছেন না অনেকেই। একদিকে যখন অনেকেই ভাবছেন, হানিমুনে বিদেশসফরে গিয়েছেন পরমব্রত-পিয়া, অন্যদিকে নজরে আসছে অনুপমের বিরহ মাখা পোস্ট।
advertisement
4/8
গতকাল ইনস্টাগ্রামে নিজের পুরনো একটি হিন্দি গানের পোস্টার শেয়ার করেছেন অনুপম। তিনটি ছবি পরপর। যেখানে একটি গল্প চোখে পড়ছে। এক যুগলের গল্প যেন।
advertisement
5/8
প্রথমে দেখা যাচ্ছে, একই ঘরে বসে আছে প্রেমিক-প্রেমিকা। পরের ছবিতে প্রেমিক একা। প্রেমিকা আর সেখানে নেই। তৃতীয় ছবিতে খালি ঘরটি পড়ে রয়েছে। প্রেমিকও আর নেই সেখানে।
advertisement
6/8
পোস্টেরপ ক্যাপশনে লেখা, ‘বাতেঁ আধুরি হ্যায়।’ নীচে হ্যাশট্যাগে গানের নাম, ‘অ্যায়সি রাতোঁ’। ছবিগুলি এঁকেছেন উপমন্যু ভট্টাচার্য। সে কথা উল্লেখ করেছেন অনুপম।
advertisement
7/8
পোস্টের তলায় ভক্তরা গায়ককে সমবেদনা জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘প্রাণহীন মানুষ গুলো প্রাণ ফিরে পায়, কিছু চেনা কণ্ঠে।’ কেউ লিখলেন, ‘ছবিগুলির সঙ্গে রিলেট করা যাচ্ছে।’
advertisement
8/8
সরাসরি কিছু না লিখলেও ভক্তদের ধারণা এখনও পিয়ার জন্য মন খারাপ অনুপমের। বিরহ যন্ত্রণা পাচ্ছেন গায়ক। আর তাই এই ধরনের পোস্ট দেখা যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়ায়।