TRENDING:

Bollywood Affair Gossip: গুরু বিদেশে যেতেই স্ত্রী ও শিষ্য... অনুপ-পত্নীর সঙ্গে পালিয়ে বিয়ে রূপের, বদলা নিতে গায়ক যা করেন...!

Last Updated:
Bollywood Affair Gossip: গায়কের প্রেমের গল্প কোনও সিনেমার চিত্রনাট্যের থেকে কম নয়। আজ সেই রূপ কুমার রাঠৌরের প্রেমকাহিনি পড়ে দেখুন। ভালবাসার জন্য তিনি পার করেছেন সীমা। কঠিন সেই যাত্রায় আলোকপাত করা যাক।
advertisement
1/10
গুরু বিদেশ যেতেই স্ত্রী ও শিষ্য... অনুপ-পত্নীর সঙ্গে পালিয়ে বিয়ে রূপের, তারপর...
Roop Kumar Love Story: গানে গানে কখনও ফুটিয়ে তুলেছেন দেশপ্রেম, কখনও বা মানবপ্রেম। তিনি বলেছিলেন কীভাবে তিনি তাঁর প্রেমে ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন। জানেন কি, সেই মহামান্য সঙ্গীতশিল্পীর জীবনেও তাই প্রেম এসেছে ঝড়ের মতো।
advertisement
2/10
Roop Kumar Love Story: গায়কের প্রেমের গল্প কোনও সিনেমার চিত্রনাট্যের থেকে কম নয়। আজ সেই রূপ কুমার রাঠৌরের প্রেমকাহিনি পড়ে দেখুন। ভালবাসার জন্য তিনি পার করেছেন সীমা। কঠিন সেই যাত্রায় আলোকপাত করা যাক।
advertisement
3/10
Roop Kumar Love Story: বিখ্যাত গায়ক রূপ কুমার মুম্বইয়ে জন্ম নিয়েছেন ১৯৭৩ সালের ১০ জুন। রূপ কুমার কিন্তু বিখ্যাত সঙ্গীতশিল্পী শ্রাবণ সিং রাঠৌরের ভাই। তাঁর বাবা পণ্ডিত চতুর্ভুজ রাঠৌরও রাগ ধ্রুপদের একজন সঙ্গীতশিল্পী।
advertisement
4/10
Roop Kumar Love Story: নিজের গুরুর স্ত্রীর প্রেমে পড়েছিলেন রূপ কুমার। কেরিয়ারের শুরুতেই এমন ঘটনা ঘটে তাঁর সঙ্গে। বিখ্যাত বলিউড এবং ভজন গায়ক অনুপ জালোটার দলে কাজ করতেন। তবলা বাজাতেন। এছাড়া জালোটার কাছে সঙ্গীতের তালিমও নিয়েছিলেন রূপ।
advertisement
5/10
Roop Kumar Love Story: অনুপের সঙ্গে শো-ও করতেন রূপ। সেই সময় অনুপ জালোটার স্ত্রী সোনালি শেঠের সঙ্গে রূপ কুমারের বন্ধুত্ব হয়। এই বন্ধুত্ব এতটাই গভীর হয় যে দু’জনেই একে অপরের কাছে আসতে শুরু করেন।
advertisement
6/10
Roop Kumar Love Story: আর সেখান থেকেই শুরু প্রেমের যাত্রা এবং তারপর পালিয়ে বিয়ে করা। ১৯৮৪ সালে, অনুপ জালোটা আমেরিকায় একটি শো করার আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি তাঁর স্ত্রী সোনালীকেও সঙ্গে নিতে চেয়েছিলেন।
advertisement
7/10
Roop Kumar Love Story: কিন্তু সোনালী অজুহাত দেখিয়ে আমেরিকা যেতে রাজি হননি। আসলে সোনালিও রূপ কুমারের প্রেমে পড়েছিলেন। তিনি আমেরিকায় চলে যাওয়ার পর সোনালী এবং রূপ কুমার বিয়ে করার সিদ্ধান্ত নেন।
advertisement
8/10
Roop Kumar Love Story: তারপরও তাঁরা দু’জনেই প্রায় চার বছর তাঁদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন। তবে সব বাধা পেরিয়ে জালোটাসকে ডিভোর্স দেন সোনালী। এবং ১৯৮৯ সালে রূপ কুমার রাঠৌর এবং সোনালী শেঠ বিয়ে করেন। তাঁদের এক কন্যাও আছে।
advertisement
9/10
Roop Kumar Love Story: কিন্তু প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন জালোটা। রূপ কুমার যাতে কোনও কাজ না পান তা নিশ্চিত করতে বহু বছর ধরেই ব্যস্ত ছিলেন অনুপ জালোটা। তবে অনুপের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
advertisement
10/10
Roop Kumar Love Story: প্রসঙ্গত জালোটার সঙ্গে বিয়ের সময়ে কিন্তু সোনালীর বাবা-মা এই বিয়েতে সম্মতি দেননি। সোনালী তখনও সঙ্গীতের ছাত্রী, যখন তিনি প্রথমবার বিয়ে করেন। ওদিকে অনুপও আরও একাধিক বার বিয়ে করেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Affair Gossip: গুরু বিদেশে যেতেই স্ত্রী ও শিষ্য... অনুপ-পত্নীর সঙ্গে পালিয়ে বিয়ে রূপের, বদলা নিতে গায়ক যা করেন...!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল