Anu Agarwal on Bollywoods Underworld Connection: 'বলিউডকে চালায় আন্ডারওয়ার্ল্ড, নোংরা ব্যবসা চলে', বিস্ফোরক দাবি 'আশিকি' খ্যাত অনুর! তুললেন মারাত্মক অভিযোগ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Anu Agarwal on Bollywoods Underworld Connection: বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে, সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করে খবরের শিরোনামে আশিকি-খ্যাত নায়িকা অনু আগরওয়াল।
advertisement
1/10

ছকভাঙা অভিনেত্রী। মডেলিং থেকে বলিউডের নতুন মুখের জনপ্রিয় অভিনেত্রী হয়ে রাতারাতি নজর কেড়েছিলেন অনু আগরওয়াল। ৯০-এর দশকে রাহুল রয়ের সঙ্গে 'আশিকি' ছবিতে কাজ করে 'সুপারস্টার' হয়েছিলেন অনু।
advertisement
2/10
১৯৯০ সালে সুপারহিট হয়েছিল অনু আগরওয়াল ও রাহুল রায় অভিনীত 'আশিকি' ছবিটি। তারপরে আশিকি ২ মুক্তি পেয়েছে। পাইপলাইনে রয়েছে আশিকি ৩, তবে প্রথম আশিকির মতো গান ও গল্প এখনও মেলেনি।
advertisement
3/10
বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে, সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করে খবরের শিরোনামে অনু আগরওয়াল।
advertisement
4/10
একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনু আগরওয়াল নয়ের দশকে বলিউডের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রকাশ্যে বলেছেন, সেই সময় বলিউডের অর্থের জোগান হত 'আন্ডারওয়ার্ল্ড' থেকেই।
advertisement
5/10
নাম নিয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমেরও। অনু আগরওয়াল দাবি করেছেন, বলিউডের উপর তাদের মতো মানুষজনের একচেটিয়া প্রভাব ছিল।
advertisement
6/10
ওই পরিস্থিতিকে 'নোংরা ব্যবসা' বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী অনু আগরওয়াল।
advertisement
7/10
এরইসঙ্গে অনুর অভিযোগ, আশিকির মতো সুপারহিট ছবিতে কাজ করেও সম্পূর্ণ পারিশ্রমিক পাননি তিনি। সাক্ষাৎকারে এসে পুরনো কথা ফাঁস করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন অভিনেত্রী। তিনি বলেন, 'আমি তো আজও আশিকি-র ৪০ শতাংশ পারিশ্রমিক পাইনি। ৬০ শতাংশ পেয়েছিলাম।'
advertisement
8/10
অনুকে দূরদর্শনের ধারাবাহিক 'ইসি বাহানে'-তে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকটি ১৯৮৮ সালে সম্প্রচারিত হত। প্রথম সিনেমাতে অভিনয় করে বাজিমাত করেছিলেন অনু।
advertisement
9/10
আশিকির পর রাকেশ রোশনের 'কিং আঙ্কেল' ছবিতে কাজ করেন। 'রিটার্ন অফ জুয়েল' ছিল অনুর শেষ বক্স অফিস রিলিজ। বলিউডের সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা।
advertisement
10/10
একটি ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অনু এবং রাতারাতি হারিয়ে ফেলেছিলেন সেই খ্যাতি। কেন না, তারপর তাঁকে আর দেখতে পাওয়া যায়নি অন্য কোনও ছবিতেই।