Ankush Hazra: 'দাদা কিছু ক্ষেত্রে লজ্জা থাকা দরকার'! 'মহানায়ক' সম্মান পেতেই চরম ট্রোলড অঙ্কুশ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ankush Hazra: টলিউডের নানা ক্ষেত্র থেকে বিশিষ্ট শিল্পীদের সম্মানিত করেছে রাজ্য সরকার। 'মহানায়ক' সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও।
advertisement
1/5

সোমবার ছিল মহানায়ক উত্তম কুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকী। এ বছরেও টলিউডের নানা ক্ষেত্র থেকে বিশিষ্ট শিল্পীদের সম্মানিত করেছে রাজ্য সরকার। 'মহানায়ক' সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও।
advertisement
2/5
স্বাভাবিক ভাবেই এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেনস তিনি। এর পরেই নিজের অনুভূতি প্রকাশ করে একটি পোস্ট করেন অঙ্কুশ।
advertisement
3/5
অঙ্কুশ লেখেন, "পুরষ্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে। আপাতত আমার মত একজন সামান্য 'নায়ক' কে সরকারের তরফ থেকে এই 'মহানায়ক' সম্মানটি দেওয়ার জন্য ধন্যবাদ।"
advertisement
4/5
অঙ্কুশ জানিয়েছেন, এই পুরস্কার তাঁকে আরও পরিশ্রম করার উৎসাহ দেবে। অভিনেতাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। কিন্তু প্রশংসার সঙ্গেই ধেয়ে এসেছে কটাক্ষ। অনেকেই মনে করেন, অঙ্কুশ এই সম্মানের যোগ্য নন।
advertisement
5/5
জনৈক নেটিজেন লেখেন, 'দাদা কিছু কিছু ক্ষেত্রে তো লজ্জা থাকা দরকার। উপাধি নিতে লজ্জা করল না?' আবার অন্য জনের বক্তব্য, 'আপনি পরিশ্রম করেন। ভাল অভিনয় করেন। কিন্তু এই উপাধি আপনাকে মানায় না।' এমনই অসংখ্য মন্তব্যে ভরে গিয়েছে অভিনেতার পোস্ট।